X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রিয় কাঁঠালতলা

মাজহারুল হক লিপু, মাগুরা
১৭ মার্চ ২০২১, ১৭:১৭আপডেট : ১৮ মার্চ ২০২১, ০১:০৭

মাগুরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এমপিএ সৈয়দ আতর আলীর বাড়ির কাঁঠালতলা ছিল বঙ্গবন্ধুর অন্যতম পছন্দের স্থান। এই কাঁঠালতলার কাছারি ঘরে বসে কয়েকবার তিনি মিটিং করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। সেই কাছারি ঘরটি এখন আর নেই, তবে কাঁঠালগাছটি এখনও আছে বঙ্গবন্ধুর স্মৃতি বহন করে।

সৈয়দ আতর আলীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, যুক্তফ্রন্ট গঠনের আগেই বঙ্গবন্ধু একবার আসেন এই বাড়িতে। বঙ্গবন্ধুর নির্দেশে এই বাড়িতেই সূচনা হয়েছিল মাগুরা আওয়ামী লীগের। ১৯৬৬ সালে মাগুরা নোমানী ময়দানে এক জনসভায় যোগ দিতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। চিকেন পক্সে আক্রান্ত হওয়ায় সে জনসভায় যোগ দিতে পারেননি সৈয়দ আতর আলী। তার অসুস্থতার কথা শুনে বঙ্গবন্ধু নিজেই ছুটে আসেন আতর আলীর বাড়িতে।

কাঁঠালতলার পাশে কাছারি ঘরটি এখন আর নেই। সেখানে এখন টিনের ঘর তুলেছেন বাড়ির পরের প্রজন্মের মালিকরা।

পরবর্তীতে ’৬৯ সালে তিনি এই বাড়িতে নেতাকর্মীদের নিয়ে সভা করেন। ৭০-এর নির্বাচনে আরও একবার মাগুরায় আসেন বঙ্গবন্ধু। এসময়ও তিনি এই বাড়িতে কিছুক্ষণের জন্য এসেছিলেন।

সৈয়দ আতর আলীর জ্যেষ্ঠপুত্র সৈয়দ আবু আসাদ টোকন বলেন, বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট নির্বাচনের আগেই একবার আমাদের বাড়িতে এসেছিলেন বলে আব্বার কাছে শুনেছি। সেই স্মৃতি স্পষ্ট না হলেও ১৯৬৬ সালে তিনি আমাদের বাড়িতে যে এসেছিলেন তখনকার কথা খুব মনে পড়ে। আব্বার চিকেন পক্স হয়েছিল বলে তিনি জনসভায় যোগ দিতে পারেননি। আমরা জানতে পেরেছিলাম বঙ্গবন্ধু আমাদের বাড়িতে আসছেন। কিন্তু, আমাদের কথা অনেকেই বিশ্বাস করেননি। কেননা পক্স হলে তখন কেউ কারও ধারে কাছে যেত না। তবে সত্যিই শেখ সাহেব সব আশঙ্কা দূর ঠেলে আমাদের গেটে এসে ডাকতে লাগলেন, ‘বুড়ো মিয়া’, ‘বুড়ো মিয়া’ বলে। তিনি আব্বাকে সবসময় ‘বুড়ো মিয়া’ বলে ডাকতেন। আব্বার বিছানায় গিয়ে বসে সেদিন তিনি আব্বাকে জড়িয়ে ধরেছিলেন।

শেখ মুজিবুর রহমান (ফাইল ফটো)

স্মৃতি যেন চোখের সামনে একেবারে জীবন্ত হয়ে ওঠে সৈয়দ আতর আলীর জ্যেষ্ঠপুত্রের। ‘একদম সেদিন কাঁঠালতলায় আমাদের কাচারি ঘরে বসে তিনি মিটিং করলেন এবং আব্বাকে বললেন, ‘বুড়োমিয়া’ আপনি শুয়ে শুয়েই সভাপতিত্ব করেন। ১৯৬৯ সালে আবার তিনি মাগুরা আসেন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে এই কাঁঠালতলায় বসে মিটিং করেন।

বঙ্গবন্ধু বাড়িতে আসার স্মৃতিচারণ করছেন প্রয়াত সৈয়দ আতর আলীর পুত্রবধূ নাজমা আসাদ।

সৈয়দ আবু আসাদ টোকন আরও বলেন, ১৯৭০ এর নির্বাচনের সময় তিনি এ অঞ্চলে প্রচারণার জন্য আসেন। সেবারও আমাদের বাড়িতে এসে নিজেই কাঁঠালতলায় কিছুক্ষণ বসেন। আমরা তাকে নিয়ে বেবিট্যাক্সিতে করে প্রচারে বেরিয়ে যাই। আমার খুব মনে পড়ে মহম্মদপুরে আমাদের বেবিট্যাক্সি বন্ধ হয়ে যায়। কিছুতেই যখন স্টার্ট নিচ্ছিল না তখন বঙ্গবন্ধু নিজে নেমে গাড়ি ঠেলতে থাকেন এবং যথারীতি গাড়ি স্টার্ট নেয়। তিনি বিজয়ীর হাসি দিয়ে বলেন, দেখেছিস পিঁপড়ার বড় বল।

সৈয়দ আতর আলীর পুত্রবধূ নাজমা আসাদ বলেন, বঙ্গবন্ধু এই কাঁঠালতলা খুব পছন্দ করতেন। প্রতিবারই তিনি এই কাঁঠালতলার কাচারিঘরে বসতে আগ্রহ প্রকাশ করতেন। প্রথমবার এসে তিনি আমার শাশুড়ির হাতের পায়েস খুব পছন্দ করেছিলেন, তাই প্রতিবারই বঙ্গবন্ধুর জন্য পায়েস করা হত। আমি আমার শাশুড়িকে সহযোগিতা করতাম। আমার রান্না করা দুই একটা তরকারিও উনি খেয়েছেন। এটা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। বঙ্গবন্ধু ’৬৬ সালে এসে আমার অসুস্থ শ্বশুরের বিছানায় বসেছিলেন। কিন্তু, খেয়েছিলেন কাঁঠালতলার কাছারি ঘরে। প্রতিবারই যা কিছু খাইয়েছি তা এই কাছারি ঘরেই। কাছারি ঘর না থাকলেও এই কাঁঠালগাছটি আজও বঙ্গবন্ধুর স্মৃতি বহন করছে।

/টিএন/
সম্পর্কিত
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে