বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। দেশের শীর্ষস্থানীয় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২০ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. স্থাপত্য বিভাগ
অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল : ৫৬০০০-৭৪৪০০ টাকা
২. কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
(ক) সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ
বেতন স্কেল : ৫০০০০-৭১২০০ টাকা
(খ) সহকারী অধ্যাপক-এর ১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০ টাকা
৩. পুরকৌশল বিভাগ
(ক) সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল : ৫০০০০-৭১২00 টাকা
(খ) সহকারী অধ্যাপক-এর ৩টি পদ, ২টি স্থায়ী ও ১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০ টাকা
৪. কেমিকৌশল বিভাগ
সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল : ৫০০০০-৭১২০০ টাকা
৫. রসায়ন বিভাগ
সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল : ৫০০০০-৭১২০০ টাকা
৬. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
সহকারী অধ্যাপক-এর ২টি স্থায়ী পদ।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০ টাকা
৭. পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট
সহকারী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০ টাকা
৮. ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি
গবেষণা সহকারী অধ্যাপক (ইঞ্জিনিয়ারিং)-এর ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০ টাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রীরা https://regoffice.buet.ac.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে আবেদন করতে পারবেন। সব অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। এর মধ্যে এক সেটের সঙ্গে ৩ কপি সত্যায়িত ছবি এবং প্রতি সেটের সঙ্গে আবেদনপত্র, সব সনদ, প্রশংসাপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদন ফি: ৬০০ টাকা।