X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড়ের চারপাশে বিমান চালিয়ে দুই নারী পাইলটের ইতিহাস

জার্নি ডেস্ক
১৬ আগস্ট ২০১৮, ১৭:০২আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২১:০৫

(বাঁ থেকে) রেবেকা ওয়াডিংটন ও ক্রিস্টি টুইনিং হলিউডের ‘টুইস্টার’ ছবিটি দেখেছেন? এতে দেখা যায়—ঘূর্ণিঝড়ে সবাই নিরাপদ আশ্রয়ে থাকলেও একদল গবেষক গাড়ি নিয়ে ঝড়ের পেছনে ছোটে! বাস্তবেও বিমান চালিয়ে নিয়মিত এমন দুঃসাহসিক কাজ হয়ে থাকে। সামুদ্রিক ঝড় গবেষণার মিশনে হাওয়াই যাওয়া এমন একটি উড়োজাহাজের দুই বৈমানিকসহ সব ফ্লাইট ক্রুর দায়িত্ব পালন করেছেন নারীরা। এতেই রচিত হয়েছে নতুন ইতিহাস। এ ঘটনা যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও আবহাওয়া সংস্থার (এনওএএ) জন্য বড়সড় মাইলফলক।

যুক্তরাষ্ট্রের লেফট্যানেন্ট কমান্ডার রেবেকা ওয়াডিংটন ও ক্যাপ্টেন ক্রিস্টি টুইনিং নিয়মিত ৪০ হাজার ফুট উঁচুতে ঘূর্ণিঝড়ের চারপাশে বিমান চালান। গত ৫ আগস্ট হারিকেন হেক্টর আঘাত আনার সময় প্রথমবার একসঙ্গে ককপিট ভাগাভাগি করেন তারা। ১৯৬০ সালে ‘এনওএএ হারিকেন হান্টারস’ শীর্ষক প্রকল্প চালু হয়। এর অংশ হিসেবে দুই নারীর একসঙ্গে বিমান চালানোর ঘটনা এটাই প্রথম। এনওএএ জনসংযোগ কর্মকর্তা ডেভিড হিল এই তথ্য নিশ্চিত করেছেন।

এনওএএ করপোরেশনের হয়ে আট বছর ধরে বৈমানিক হিসেবে কাজ করছেন লেফট্যানেন্ট কমান্ডার রেবেকা ওয়াডিংটন। তিনি বলেছেন, ‘সব নারী ফ্লাইট ক্রু নিয়ে আকাশে ওড়ার মাধ্যমে ইতিহাস গড়ে আমরা অনেক গর্বিত। এরচেয়েও বড় কথা, মানুষের নিরাপত্তায় একটি মিশনের অংশ হতে পারা।’

(বাঁ থেকে) ক্রিস্টি টুইনিং ও রেবেকা ওয়াডিংটন রেবেকা ওয়াডিংটনের আশা, বৈমানিক হতে তরুণীদের অনুপ্রাণিত করবে ঐতিহাসিক এই যাত্রা। তার কথায়, ‘নারীদের পক্ষে কী সম্ভব আর তারা কী করতে পারে তা দেখিয়ে দিতে এই মাইলফলক তরুণীদের অনুপ্রেরণা জোগাতে পারে।’

সামুদ্রিক ঝড়ের চারপাশে চালানো বিমানটি বিশেষ সাজসরঞ্জাম দিয়ে বানানো হয়েছে। এর ভেতরে সব নারী ফ্লাইট ক্রু থাকার সময় সেটি আট ঘণ্টা উড়েছে। এ দীর্ঘ সময়ে ঝড়ের কাছাকাছি ডাটা সংগ্রহের ডিভাইস ফেলে বায়ুমণ্ডলের একটি প্রোফাইল তৈরিতে সহায়তা করেছে রেবেকা ওয়াডিংটনের টিম। এর মাধ্যমে ঝড়ের পূর্বাভাস মাপতে তাপমাত্রা, আর্দ্রতা, চাপ ও বায়ুগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা গেছে।

সূত্র: সিএনএন

/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা