X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশিদের জন্য জরুরি প্রয়োজনে চীনের ভিসা অন অ্যারাইভাল সুবিধা

জার্নি রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ১৫:৫৮আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৫:৫৯

বাংলাদেশিদের জন্য জরুরি প্রয়োজনে চীনের ভিসা অন অ্যারাইভাল সুবিধা যেকোনও দেশের নাগরিককে অন্য দেশে যেতে হলে দরকার ভিসা। এটাই হলো ভ্রমণের অনুমতি। তবে কিছু দেশের পাসপোর্টধারীদের জন্য কয়েকটি দেশ ভিসামুক্ত কিংবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দিয়ে রেখেছে। এর অংশ হিসেবে নির্দিষ্ট দেশের বিমানবন্দর বা ইমিগ্রেশনে গিয়ে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে পোর্ট এন্ট্রি করাতে হয়। একইসঙ্গে রাখতে হয় পাসপোর্ট আকারের ছবি ও পাসপোর্টের ফটোকপি।

বাংলাদেশি নাগরিকদের জন্য বেশকিছু দেশে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা রয়েছে। এ তালিকায় এবার যুক্ত হলো চীন। তবে এক্ষেত্রে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে ঢাকাতেই। এরপর সর্বোচ্চ ৩০ দিন ভিসামুক্ত থাকার অনুমতি মিলবে দেশটিতে।

ঢাকাস্থ চীনা দূতাবাসের একজন কর্মকর্তা বৃহস্পতিবার (২২ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে জানান, জরুরি প্রয়োজনেই কেবল বাংলাদেশিদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা দেওয়া হবে। যেমন— মানবিক কারণ, ব্যবসা, কোনও কিছুর মেরামতের কাজ, পর্যটন ও অন্যান্য জরুরি কাজ।

চীনে ঘুরে বেড়ানোর জন্য যেতে চাইলে বাংলাদেশি পর্যটকদের চীনা ট্রাভেল এজেন্সির মাধ্যমে সংঘটিত হতে হবে। ব্যবসা, মেরামতের কাজ কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনের বেলায় চীনা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণপত্র থাকা চাই। এগুলো সরবরাহ করতে পারলে পোর্ট ভিসার জন্য আবেদন করা যাবে।

বিশ্ব আর্থিক উপদেষ্টা সংস্থা অ্যারটন ক্যাপিটালের পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে ভিসামুক্ত যাতায়াত করতে পারেন সেগুলো হলো— এশিয়ার ইন্দোনেশিয়া, ভুটান, প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি, ক্যারিবীয় দেশ হাইতি (৯০ দিন), জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, বারবাডোজ (১৮০ দিন), ডমিনিকা, বাহামা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস (৯০ দিন), সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, আফ্রিকার গাম্বিয়া, লেসোথো, প্রশান্ত মহাসাগরীয় দেশ মাইক্রোনেশিয়া ও ভানুয়াতু।

এছাড়া বাংলাদেশিদের ভিসা অন-অ্যারাইভাল সুবিধা দিচ্ছে এশিয়ার মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া (৩০ দিন), টিমোর-লেস্ট, দক্ষিণ আমেরিকার বলিভিয়া (৯০ দিন/ই-ভিসা), আফ্রিকার মরিটানিয়া, মোজাম্বিক, সোমালিয়া (৩০ দিন), উগান্ডা (ই-ভিসা), রুয়ান্ডা (৩০ দিন/ই-ভিসা), মাদাগাস্কার, বেনিন, গিনিয়া-বিসাউ (ই-ভিসা), কেপ ভার্দে, কমোরোস, টোগো, প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া ও টুভালু।
আরও পড়ুন-

বাংলাদেশের পাসপোর্টধারীরা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারেন

বিশ্ব পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৮৩ নম্বরে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট, শীর্ষে জাপান-সিঙ্গাপুর


/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ