X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ফের ফ্লাইদুবাইয়ের ফ্লাইট চালুর ঘোষণায় প্রবাসীদের স্বস্তি

কামরুল হাসান জনি, ইউএই
১১ ডিসেম্বর ২০১৮, ১৬:১০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৬:১০

চট্টগ্রামে ফের ফ্লাইদুবাইয়ের ফ্লাইট চালুর ঘোষণায় প্রবাসীদের স্বস্তি দুবাই-চট্টগ্রাম-দুবাই রুটে ফের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দুবাই ভিত্তিক এয়ারলাইনস ফ্লাইদুবাই। ২০১৯ সালের ২০ জানুয়ারি থেকে প্রতিদিন ফ্লাইদুবাইয়ে চড়ে দুবাই থেকে চট্টগ্রামে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আবারও নিয়মিত ফ্লাইট চালুর কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিমান সংস্থা। এমন খবরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা।

আমিরাত প্রবাসী স্বপ্না মনির দাবি, ফ্লাইদুবাই চট্টগ্রাম রুটে যাত্রা বন্ধ করে দেওয়ায় অন্য সংস্থাগুলো টিকিটের দাম বৃদ্ধি করেছে। তবে আবারও তা শিথিল হয়ে আসবে বলে আশাবাদী তিনি। তবে আরও অনেক প্রবাসী ফ্লাইদুবাই এয়ারলাইনসের সেবার মান বৃদ্ধির আহ্বান জানান।

চট্টগ্রামে ফ্লাইদুবাইয়ের ফের ফ্লাইট চালু প্রসঙ্গে এয়ারলাইনসটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল-ইউএই, জিসিসি, উপমহাদেশ ও আফ্রিকা) সুধীর শ্রীধরন বলেন, ‘চট্টগ্রামে ফ্লাইদুবাইয়ের কার্যক্রম পুনরায় চালু করতে পারছি বলে আমরা আনন্দিত। বিমান সেবা পৌঁছায়নি এমন এলাকায় সেবা পৌঁছে দেওয়ার প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি দৈনিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে দুবাই ও অন্যান্য এলাকা থেকে যাত্রীদের কাছে সরাসরি ও সুবিধাজনক ফ্লাইট সেবা দেওয়াও আমাদের লক্ষ্য। চট্টগ্রামে পুনরায় ফ্লাইট চালু হওয়া এসব অঙ্গীকার পূরণে সহায়ক হবে।’

জানা গেছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে সাত দিন স্থানীয় সময় রাত ৩টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে ফ্লাইদুবাইয়ের বিমান। আর বাংলাদেশ সময় সকাল ১১টা ৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে বিমানটি।

দুবাই থেকে চট্টগ্রামে আসতে ইকোনমি শ্রেণির সর্বনিম্ন ভাড়া ১৫০০ এইডি (আরব আমিরাত দিরহাম) ও চট্টগ্রাম থেকে দুবাই যেতে ইকোনমি শ্রেণির সর্বনিম্ন ভাড়া ৪৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

২০১১ সালের জানুয়ারি চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট দিয়ে যাত্রী পরিবহন শুরু করে ফ্লাইদুবাই। এরপর এ বছরের ১৪ জুন বিভিন্ন কারণ দেখিয়ে চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় বিমান সংস্থাটি। গত ২৫ মার্চ ঢাকা থেকেও কার্যক্রম গুটিয়ে নেয় তারা।

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় সিকান্দার রাজা
কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় সিকান্দার রাজা
মিল্টন সমাদ্দার প্রতিহিংসার শিকার: আইনজীবী
মিল্টন সমাদ্দার প্রতিহিংসার শিকার: আইনজীবী
ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স নিয়ে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল
ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স নিয়ে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে