X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আবুধাবির এমিরেটস প্যালেসে বছরে ব্যবহার হচ্ছে কোটি টাকার সোনা

জার্নি ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:২১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৪১

আবুধাবির এমিরেটস প্যালেসে বছরে ব্যবহার হচ্ছে কোটি টাকার সোনা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২০০৫ সালে গড়ে ওঠে রাজপ্রাসাদের মতো হোটেল ‘এমিরেটস প্যালেস’। এটি নির্মাণে তখন ব্যয় হয় ৩০০ কোটি মার্কিন ডলার (২ হাজার ৫১৩ কোটি ৮২ লাখ টাকা)। এত বিপুল অর্থ খরচ করে সেই সময়ের আগে আর হোটেল তৈরির নজির ছিল না। এর হলঘর, রুম ও লবিতে অস্ট্রিয়ান ব্র্যান্ড সোয়ারভস্কির হাজারেরও বেশি ঝাড়বাতি আছে। এগুলোর আলোয় উদ্ভাসিত হয় প্যালেসের সোনালি সিলিং।

আবুধাবির এমিরেটস প্যালেসে বছরে ব্যবহার হচ্ছে কোটি টাকার সোনা উদ্বোধনের একদশকেরও বেশি সময় পর অতিথিদের জন্য হোটেলে জাঁকজমক আবহ বজায় রাখতে ঢালা হচ্ছে কাড়ি কাড়ি টাকা। এই কাজে ভারতের কেরালার প্রকৌশলী মনোজ কুরিয়াকোসকে নিযুক্ত করেছে এমিরেটস প্যালেস কর্তৃপক্ষ। দুই হাজার বর্গমিটার (৬ হাজার ৫৬০ বর্গফুট) জায়গার সিলিংয়ে ২২ ক্যারেট সোনার পাতা ও রুপা যুক্ত করতে নিজের টিম নিয়ে কাজ করছেন তিনি।

আবুধাবির এমিরেটস প্যালেসে বছরে ব্যবহার হচ্ছে কোটি টাকার সোনা যদিও দেয়ালে সোনার পাতা মাত্র চার থেকে পাঁচ বছর টেকসই হয়। এ কারণে ক্রমাগত প্রতিস্থাপন করার প্রয়োজন পড়ে। হিসাব করে দেখা গেছে, সোনার পাতার পেছনে এমিরেটস প্যালেসের প্রতি বছর ব্যয় হবে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা)।

আবুধাবির এমিরেটস প্যালেসে বছরে ব্যবহার হচ্ছে কোটি টাকার সোনা জানা গেছে, প্রতি বর্গমিটার সিলিংয়ে ৫০টি সোনার পাতা প্রয়োজন হচ্ছে। এর মূল্য ১০০ মার্কিন ডলার (৮ হাজার ৪০০ টাকা)। দিনে চার থেকে ছয় বর্গমিটার সোনা যুক্ত করছেন কুরিয়াকোস। তিনি বলেন, ‘হোটেলটির যেদিকেই তাকাবেন, সোনা ও রুপা চোখে পড়বে। ইতালি থেকে খাঁটি সোনার পাতলা শিটগুলো আমদানি করা হয়েছে। দেয়ালে এগুলো এঁটে দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি বিশেষ গ্লু। সোনার পাতাগুলো খুবই পাতলা, এজন্য খুব সতর্ক থাকতে হচ্ছে। হাত দিয়ে নেওয়ার সময় একটু এদিক-সেদিক হলেই ভেঙে যাবে এগুলো।’

আবুধাবির এমিরেটস প্যালেসে বছরে ব্যবহার হচ্ছে কোটি টাকার সোনা হোটেল ভবনটির পূর্ব থেকে পশ্চিম পাশের দূরত্ব এক কিলোমিটারেরও বেশি। ফলে পুরোটার সিলিংয়ে সোনার পাতা বসানোর কাজ যেন শেষ হওয়ার নয়! কেরালার প্রকৌশলীর বিশ্বাস, ‘বিশ্বের আর কোনও হোটেলে এত সোনার পাতা নেই।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস