X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভালোবাসা দিবসে ইন্টারকন্টিনেন্টালের আয়োজন

জার্নি রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৭

ভালোবাসা দিবসে ইন্টারকন্টিনেন্টালের আয়োজন ভালোবাসা দিবস আগামী ১৪ ফেব্রুয়ারি। এর পরদিন সাপ্তাহিক ছুটি। তাই এবারের ভ্যালেন্টাইনস ডে একটু বেশিই উপভোগ্য হবে সবার কাছে। এ উপলক্ষে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় রয়েছে বিভিন্ন আয়োজন। এখানে রুমের ক্ষেত্রে রয়েছে প্যাকেজ। এছাড়া একেক রেস্তোরাঁয় পাওয়া যাবে একেক অফার। 

ক্যাফে সোশ্যালে ১৪ ফেব্রুয়ারি থাকবে বিভিন্ন স্বাদের কেক ও কাছের মানুষকে উপহার দেওয়ার জন্য গুডিস। একই রেস্তোরাঁয় পুরো ফেব্রুয়ারিতে যুগলদের জন্য রয়েছে ‘আফটারনুন টি’। অতিথিদের জন্য শেফরা বিশেষভাবে সাজিয়েছেন এটি। এর মধ্যে আছে ক্রিম পনিরের সঙ্গে শশা, রাইয়ের পাউরুটির ওপর সুগন্ধি লতা ও পেঁয়াজ, চিকেনের সঙ্গে মেয়নেজ, ঝাল স্বাদে বানানো ডিমের মেয়নেজসহ নরওয়ের স্যামন, প্রভৃতি। পেস্ট্রি ও কেক তো আছেই। প্রতিদিন দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অফার পাওয়া যাবে। দুই জনের জন্য ‘আফটারনুন টি’ প্যাকেজ ৩ হাজার ৯৯৯ টাকা (কর ও সারচার্জ অন্তর্ভুক্ত)।
খোলা আকাশের নিচে হিমশীতল আমেজে ভালোবাসা দিবসের সন্ধ্যা কাটাতে চাইলে বুকিং করা যাবে ইন্টারকন্টিনেন্টালের পুল ‘প্রাইভেট গজিবো’ ও ‘অ্যাকুয়া ডেক’। দুটি প্যাকেজেই রয়েছে মোমবাতির আলোয় খানাপিনা ও সরাসরি বেহালা পরিবেশনা। শেফরা দুটি ভিন্ন ‘ফোর কোর্স ডিনার’ তৈরি করছেন। দম্পতির জন্য প্রাইভেট গজিবো ডাইনিং প্যাকেজ ৯ হাজার ৯৯৯ টাকা (কর ও সারচার্জ অন্তর্ভুক্ত)। আর অ্যাকুয়া ডেক প্যাকেজের মূল্য দু’জনের জন্য ৭ হাজার ৯৯৯ টাকা (কর ও সারচার্জ অন্তর্ভুক্ত)।
ইন্টারকন্টিনেন্টালে ভ্যালেন্টাইন রুম প্যাকেজের আওতায় ডিলাক্স স্যুট রুমে ঢুকলেই মিলবে চকোলেট কেক। রাতে এলিমেন্টস রেস্তোরাঁয় বুফে ডিনার করতে পারবেন দম্পতিরা। এরপর অ্যাকুয়া ডেক পুলে খোলা আকাশের নিচে মিটিমিটি তারার আলোয় সময় কাটানো যাবে। পরদিন সকালে তাদের জন্য থাকবে বুফে নাশতা। চাইলে বিকাল ৩টায় চেক-আউট করা যাবে। প্যাকেজটি ২১ হাজার টাকা থেকে শুরু। 
এলিমেন্টসে ভালোবাসা দিবসে থাকবে বুফে ডিনার। শুধু খাবারেই নয়, সাজগোজ আর ফুলের সমারোহে থাকবে রোমান্টিক আবহ। জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা।

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা