X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

উড়োজাহাজে আটকে থাকা যাত্রীদের জন্য ২৩টি পিৎজা কিনলেন পাইলট

জার্নি ডেস্ক
০৬ মার্চ ২০১৯, ২২:০০আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২৩:০৬

পিৎজা তুষারপাতের কারণে এয়ার কানাডার একটি ফ্লাইটের যাত্রীরা নিরুপায় হয়ে আটকা পড়েছিলেন। এ কারণে ধকল টের পাচ্ছিলেন তারা। তবে এর সমাধান জানতেন পাইলট। বিমানটির সব যাত্রীর কাছে তিনি পৌঁছে দিলেন ২৩টি পিৎজা।

গত ৪ মার্চ রাতে এয়ার কানাডার ৬০৮ ফ্লাইটটি টরন্টো থেকে নোভা স্কটিয়ার হ্যালিফ্যাক্সের উদ্দেশে রওনা দেয়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে নিউ বার্নসউইকের ফ্রেডেরিকটনের দিকে সরে যেতে বাধ্য হন পাইলট। বেশ কয়েক ঘণ্টা বিমানে আটকে থাকার পর খাবারের অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এয়ার কানাডার ফ্লাইটে পিৎজা খাচ্ছেন যাত্রীরা এয়ার কানাডার পাইলটের ফোন রিসিভ করেন অরোমক্টো শহরের মিঙ্গলারস রেস্টুরেন্ট অ্যান্ড পাবের ম্যানেজার জোফি ল্যারিভি। পনির ও পেপারনি দেওয়া ২৩টি পিৎজার অর্ডার নেন তিনি। তখন তার কথা ছিল এমন, ‘এক থেকে দেড় ঘণ্টা সময় লাগবে।’
জোফি ল্যারিভি জানান, এর আগে কখনও উড়োজাহাজে পিৎজা সরবরাহ করেননি। এমন অদ্ভুত অর্ডারকে ঘিরে সারারাত ধরেই তাদের মধ্যে কথা হচ্ছিল। তার কারিগরেরা একঘণ্টার মধ্যে ২৩টি পিৎজা বানিয়ে মিঙ্গলারস ডেলিভারি সার্ভিসের মাধ্যমে সেগুলো বিমানবন্দরে পাঠিয়ে দেয়। ল্যারিভি ফোন করে পাইলটকে পিৎজা সরবরাহের খবর দেন। ক্যাপ্টেন তখন দরজায় লোক পাঠিয়ে সেগুলো আনিয়ে নেন।
ফিলোমেনা হিউয়েস নামের একজন যাত্রী কানাডিয়ান গণমাধ্যম সিবিসি নিউজকে জানান, টরন্টো থেকে উড্ডয়নের পর আট ঘণ্টা উড়োজাহাজের ভেতর আটকে থাকা যাত্রীদের পেটপূজা করিয়ে প্রশংসা কুড়িয়েছেন পাইলট। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে খুব ধকল মনে হতো সবার, কিন্তু পাইলট ব্যাপারটা সহজ করে দিয়েছেন। তিনি নিজেই পিৎজা পরিবেশন করেছেন।’
পাইলটের ব্যবহারে মুগ্ধ মিঙ্গলারস রেস্টুরেন্ট অ্যান্ড পাবের ম্যানেজার জোফি ল্যারিভি। দ্রুত পিৎজা বানিয়ে পাঠানোর জন্য মঙ্গলবার (৫ মার্চ) তাকে ফোন করে ধন্যবাদ জানান এয়ার কানাডার ওই ক্যাপ্টেন। এদিন বিকালে হ্যালিফ্যাক্সে অবতরণ করে বিমানটি। 

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ