X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দেশের এভিয়েশন খাতে দক্ষতা ও সাফল্যের সঙ্গে নারীদের এগিয়ে চলা

জার্নি রিপোর্ট
০৮ মার্চ ২০১৯, ১৮:০০আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৮:৩২

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কর্মরত নারীদের কয়েকজন ঘরে-বাইরে বিভিন্ন দায়িত্ব সামলানোর পাশাপাশি এভিয়েশন খাতে উড়োজাহাজ চালানো (পাইলট), এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা, প্রকৌশল, টিকিট বিক্রিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতা ও সাফল্যের সঙ্গে কাজ করছেন নারীরা। এই সংখ্যা সহস্রাধিক। পুরুষ সহকর্মীদের সঙ্গে সমানতালে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করছেন নারীরা। সংশ্লিষ্টদের মন্তব্য, উৎসাহ আর সুযোগ অব্যাহত থাকলে এভিয়েশন খাতে আরও বেশি আগ্রহী হবেন তারা।

দেশের এভিয়েশন খাতের নিয়ন্ত্রণ সংস্থা সিভিল এভিয়েশন অথরিটিতে প্রায় তিন হাজার কর্মীর মধ্যে নারী ৩২৩ জন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বর্তমানে কাজ করছেন তিন হাজারেরও বেশি কর্মী। এর মধ্যে ৪১৬ জন নারী বিভিন্ন দায়িত্বে রয়েছেন। বিমানের ১৪০ জন পাইলটের মধ্যে নারী ৯ জন। তাদের নারী কেবিন ক্রুর সংখ্যা ১৭২। নিরাপত্তা, ট্রাফিক কন্ট্রোল, ফ্লাইট অপারেশন, মার্কেটিংসহ অন্যান্য বিভাগে নারীকর্মী ২৩৫ জন। বিমানের প্রকৌশল বিভাগে প্রায় ৬১১ জন কর্মী রয়েছেন। এর মধ্যে নারী প্রায় ১০ জন।

বেসরকারি ও বিদেশি এয়ারলাইনসগুলোতেও কাজ করছেন নারীরা। নভোএয়ারের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৬৪২ জন। এর মধ্যে নারীকর্মী ৪৫ জন। রিজেন্ট এয়ারওয়েজে কাজ করছেন ৭৭৯ জন, এর মধ্যে নারীকর্মী ১২৫ জন। এয়ারলাইনসটির ৬৪ জন পাইলটের মধ্যে নারী চারজন। নারী কেবিন ক্রুর সংখ্যা ৪৮ জন। ফ্লাইট অপারেশন, মার্কেটিংসহ অন্যান্য বিভাগে নারীকর্মীর সংখ্যা ৭৩। ইউএস বাংলা এয়ারলাইনসে কর্মীর সংখ্যা ১ হাজার ২০০। এর মধ্যে নারী ১৫০ জন। তাদের নারী পাইলট ছয় জন, নারী কেবিন ক্রু ৪৬ জন।

আকাশে ওড়ার আগে উড়োজাহাজের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও চেক সম্পন্ন করেন এভিয়েশন প্রকৌশলী নারীরা। প্রতিটি উড়োজাহাজে নির্দিষ্ট সময় পরপর এ-চেক, সি-চেকসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগ নিজস্ব বহরের উড়োজাহাজের লাইন মেইন্টেন্যান্স, বেজ মেইন্টেনেন্স, রুটিন ও নন-রুটিন সার্ভিসসহ যাবতীয় রক্ষণাবেক্ষণ করে থাকে। নিজেদের উড়োজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিভিন্ন দেশি ও বিদেশি এয়ারলাইনসকে প্রকৌশল সেবা দেয় তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কর্মরত নারীদের কয়েকজন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘বিমানের গ্রাউন্ড সার্ভিস, প্রকৌশলসহ বিভিন্ন বিভাগে নারীরা দক্ষতার পরিচয় দিচ্ছেন। আমাদের দেশের নারীরা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে।’

এভিয়েশন খাতে আগ্রহ থাকলে নারীদের কর্মসংস্থান বাড়বে বলে মনে করেন বিমান বাংলাদেশ এয়ালাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসাদ্দিক আহমেদ। একইভাবে সিভিল এভিয়েশন অথরিটির সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এ মোস্তাফিজুর রহমানের মন্তব্য, নারীরা অনেক ভালো কাজ করছেন। ভবিষ্যতে নারীদের অংশগ্রহণ বাড়বে বলে আশাবাদী তিনি।

তবে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এটিএম নজরুল ইসলাম উল্লেখ করেন, পাইলট বা এভিয়েশন প্রকৌশলে পড়াশোনা অন্যান্য ক্ষেত্রের চেয়ে একটু ব্যয়বহুল। তাই অনেক পরিবার মেয়েদের এ বিষয়ে পড়াতে চায় না। এ কারণে নারীকর্মী তৈরি হচ্ছে না। তবুও পেশাগত ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে