X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হচ্ছে ২১ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ২৩:০০আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২৩:০২

সংবাদ সম্মেলনে ঢাকা ট্রাভেল মার্টের আয়োজক ও অতিথিরা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ২১ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট’। এই আয়োজন উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ষোড়শবারের মতো মেলাটি করতে যাচ্ছে।

জানা গেছে, ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। প্রতিদিন সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশি-বিদেশি শিল্পীরা।

মেলা উপলক্ষে মঙ্গলবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে দি বাংলাদেশ মনিটরের প্রধান সম্পাদক রকিব সিদ্দিকী বলেন, ‘বিগত বছরগুলোতে বাংলাদেশের পর্যটন খাতে বেশকিছু গুণগত পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। পর্যটন অবকাঠামোর উন্নয়ন ঘটেছে, বিদেশি পর্যটকদের আগমনেও আশাব্যঞ্জক ধারা অব্যাহত রয়েছে, বেসরকারি উদ্যোগ প্রধান ভূমিকা রেখে চলেছে ও পর্যটন শিল্পে নিয়মিতভাবে বৈচিত্র্য আসছে। আশা করি, এবারের ঢাকা ট্রাভেল মার্ট দেশের পর্যটন শিল্পে আরও গতির সঞ্চার করবে।’

এবারের পর্যটন মেলায় বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নেবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪১টি প্রতিষ্ঠান পাঁচটি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট বিক্রির পাশাপাশি আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবা তুলে ধরবে।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আরও ছিলেন বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, নভোএয়ারের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মেস-বাহ-উল-ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শকিল মেরাজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের প্রধান কমিউনিকেশন্স কর্মকর্তা আজম খান ও নেপাল ট্যুরিজম বোর্ডের সিনিয়র ব্যবস্থাপক দিবাকর বি. রানা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা