X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ঢাকা-দিল্লি রুটে আবারও বিমান বাংলাদেশের ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ১৮:১৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:২৯

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দিল্লি রুটের ফ্লাইট। আগামী ১৬ মে থেকে সপ্তাহে চারটি করে ফ্লাইটের মাধ্যমে ঢাকা থেকে ভারতের রাজধানীতে যাত্রীসেবা দেবে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা। একইসঙ্গে দিল্লি থেকে ঢাকা রুটেও কার্যক্রম চলবে তাদের।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বুধবার, বৃহস্পতি, শনি ও সোমবার ঢাকা-দিল্লি-ঢাকা রুটে আমরা নিয়মিত ফ্লাইট পরিচালনা করবো। এক্ষেত্রে ব্যবহার হবে বোয়িং ৭৩৭-৮০০। এতে ১২ জন বিজনেস ক্লাস ও ১৫০ জন ইকোনমি ক্লাসের যাত্রী ধারণ করতে সক্ষম। বিমানের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট ও ওয়েবসাইট থেকে ঢাকা-দিল্লি-ঢাকা রুটের টিকিট কেনা যাবে।’
জানা গেছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে দিল্লির স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে পৌঁছাবে। আর দিল্লির স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে বিমানের ফ্লাইট ছেড়ে আসবে। এটি ঢাকায় অবতরণ করবে দুপুর ২টা ৫৫ মিনিটে।  


প্রায় পাঁচ বছর ঢাকা-দিল্লি রুটে বিমান বাংলাদেশের যাত্রীসেবা বন্ধ ছিল। দীর্ঘদিন চলার পর ২০১৪ সালের ২৩ আগস্ট থেকে সরকারি এই সংস্থা আর দিল্লির উদ্দেশে তাদের কোনও ফ্লাইট চালায়নি।

১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রা শুরু হয়। দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি প্রতিষ্ঠা করেন। বিমান বাহিনীর উপহার দেওয়া ডিসি-৩ উড়োজাহাজ দিয়ে প্রথম ফ্লাইট চলে তাদের। বিমানের এয়ারলাইন কোড ‘বিজি’। এর উড়োজাহাজগুলো হলো কিউ-৪০০, ৭৩৭-৮০০ ও ৭৭৭-৩০০ইআর, ৭৮৭-৮ ড্রিমলাইনার।

বর্তমানে বিমান বহরে রয়েছে ১৩টি উড়োজাহাজ। এর মধ্যে দুটি হলো বোয়িংয়ের তৈরি ৭৮৭-৮ ড্রিমলাইনার (আকাশবীণা ও হংসবলাকা)। আরও দুটি ড্রিমলাইনার আগামী সেপ্টেম্বরে যোগ হবে বহরে। ২০০৮ সালে বোয়িং কোম্পানির সঙ্গে ২১০ কোটি মার্কিন ডলারের ক্রয় চুক্তির অধীনে ১০টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া সম্পন্ন করে বিমান। এরমধ্যে ৮টি ইতোমধ্যে বিমান বহরে যুক্ত হয়েছে।

জানা গেছে, বহরের ১৩টি ড়োজাহাজ দিয়ে বর্তমানে ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান। নিজস্ব আকাশযানের পাশাপাশি লিজেও উড়োজাহাজ সংগ্রহ করে সংস্থাটি। এ বছর দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ লিজ নেবে তারা।

 

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!