X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে নতুন বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪২

সিরাজগঞ্জে নতুন বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই চলছে সিরাজগঞ্জে তৈরি হতে পারে নতুন একটি বিমানবন্দর। ইতোমধ্যে এর সম্ভাব্যতা যাচাই শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার (২২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক সংলগ্ন চৈত্র্যহাটি এলাকা পরিদর্শন করেছে বেবিচকের ৬ সদস্যের প্রতিনিধি দল।
জানা গেছে, সিরাজগঞ্জ জেলার একাধিক সংসদ সদস্য নিজ এলাকায় বিমানবন্দর স্থাপনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বেবিচককে নির্দেশনা দেয় মন্ত্রণালয়। এজন্যই গতকাল সেখানে যান তারা।
সম্ভাব্যতা যাচাইয়ে ৬ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেবিচকের পরিচালক (এটিএস অ্যান্ড এরোড্রামস) মো. নুরুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিভিন্ন স্থান ঘূরে দেখেছি। এর ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করা হবে। এরপর এটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্যরাও জানিয়েছেন, প্রয়োজন হলে তারা বিমানবন্দর স্থাপনের উপযোগী আরও স্থান বের করবেন। সিরাজগঞ্জে বিমানবন্দর নির্মাণ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার।’
প্রতিনিধি দলে আরও ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো.আবু সুফিয়ান, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। 

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!