X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মিসরে ৪ হাজার ৪০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার

জার্নি ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৭

মিসরে ৪ হাজার ৪০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার চার হাজারেরও বেশি সময়ের পুরনো একটি সমাধি আবিষ্কার হয়েছে মিসরে। এটি আনুমানিক চার হাজার ৪০০ বছর আগের। ফেরাউনের পঞ্চম রাজবংশের সময়কার এই সমাধিতে ভালোভাবে সংরক্ষিত আছে নিপুণ ড্রইং। কায়রোর দক্ষিণে সাকারার প্রত্নতাত্ত্বিক স্থানে এটি পাওয়া গেছে।

মিসরের পুরাকীর্তিমন্ত্রী খালেদ আল-আনানি জানিয়েছেন, রাজপরিবারের ধর্মযাজক ওয়াহতাইয়ের সমাধি এটি। শিলালিপি অনুযায়ী, রাজা নেফের কায়েরের সুপারভাইজর ও পবিত্র নৌকার ইন্সপেক্টর ছিলেন ওই যাজক।

মন্ত্রী আরও জানান, সমাধির দেয়াল রঙিন দৃশ্যে সাজানো। এতে ফুটে উঠেছে ওয়াহতাইয়ের সঙ্গে তার মা, স্ত্রী ও পরিবারের চিত্র।

মিসরে ৪ হাজার ৪০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার অভিযানের প্রধান মোস্তফা ওয়াজিরি জানান, অন্যান্য ড্রইংয়ে ওয়াইন ও পটারি তৈরি, সংগীত পরিবেশনা, নদীতে পাল তোলা, শিকার ও অন্ত্যেষ্টিক্রিয়া আসবাবপত্র উৎপাদনের চিত্র বর্ণনা করা হয়েছে।

মোস্তফা ওয়াজিরি তার দলবল নিয়ে গত মাসে (নভেম্বর) সমাধিতে পৌঁছাতে সক্ষম হন। কিন্তু দরজা বদ্ধ থাকায় ঢুকতে কিছুটা সময় লেগেছে। এর ভেতরে পাঁচটি কবরের খাদ ও অর্ধশত রঙিন মূর্তি রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো ওয়াহতাইয়ের পরিবার কিংবা আত্মীয়স্বজনের। খাদগুলোতে পরবর্তী সময়ে অভিযান চালানো হবে।

মিসরে ৪ হাজার ৪০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার প্রত্নতাত্ত্বিক স্থানটির মহাপরিচালক সাবরি ফারাগ উল্লেখ করেন, এই সমাধির উচ্চতা ১০ মিটার (৩৩ ফুট) আর চওড়ায় ৩ মিটার (১০ ফুট)।

গত মাসে পুরাকীর্তি মন্ত্রণালয় ঘোষণা দেয়, সাকারায় আবিষ্কৃত সাতটি সমাধিতে প্রচুর বিড়ালের গোরস্থান ও মমি করা গুবরে-পোকার সংগ্রহশালা রয়েছে। বিখ্যাত স্টেপ পিরামিডও সাকারায় অবস্থিত।

মিসরে ৪ হাজার ৪০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?