X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আইফেল টাওয়ারের কাছে প্রায় ২ হাজার ফুটের শিল্পকর্ম

জার্নি ডেস্ক
১৬ জুন ২০১৯, ২২:১৪আপডেট : ১৬ জুন ২০১৯, ২৩:৩০

আইফেল টাওয়ারের কাছে ‘বিয়ন্ড ওয়ালস’ (ছবি: এএফপি) ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের পাদদেশে সম্প দু মাক্স পার্কের ঘাসে একটি সুবিশাল শিল্পকর্ম উন্মোচিত হলো। এটি মূলত দু’জন মানুষের হাত, তারা একে অপরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে। এর শিরোনাম ‘বিয়ন্ড ওয়ালস’। আইফেল টাওয়ারের ওপর থেকে দেখলে ছবিটি ভালোভাবে বোঝা যায়। প্যারিসের মেয়র অ্যান হিদালগো শনিবার (১৫ জুন) শিল্পকর্মটি উন্মোচন করেন।

আইফেল টাওয়ারের কাছে শিল্পকর্মের সামনে সিপ (ছবি: এএফপি) ফরাসি শিল্পী গিঁওম ল্যঁগ্রো ওরফে সিপ স্প্রে দিয়ে চিত্রটি এঁকেছেন। এটি ১ হাজার ৯৭০ ফুট জায়গায় বিস্তৃত। দ্য গার্ডিয়ান পত্রিকাকে তিনি বলেন, ‘আমার নতুন শিল্পকর্ম ঐক্যের প্রতীক।’

‘বিয়ন্ড ওয়ালস’ (ছবি: এএফপি) ‘বিয়ন্ড ওয়ালস’-এর মধ্য দিয়ে ভূমধ্যসাগরে বিপথগামী অভিবাসীদের উদ্ধারে কাজ করা দাতব্য সংস্থা এসওএস মেডিটেরানের প্রতি সম্মান জানিয়েছেন সিপ। জাতিসংঘের তথ্যানুযায়ী, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিদিন গড়ে ছয়জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

সম্প দু মাক্স পার্কে সৃষ্টি সুখের উল্লাসে সিপ (ছবি: এএফপি) বৃহৎ আকারের বায়োডগ্রেডেবল আঁকাআঁকিতে পারদর্শী সিপ। বিশ্বের বিভিন্ন দেশের পার্ক ও পাহাড়ি এলাকায় তার সৃষ্টিকর্ম দেখা গেছে। তবে এগুলো টিকে থাকে মাত্র কয়েকদিন। এরপর তা মাটিতে মিশে যায়। 

আইফেল টাওয়ারের ওপর থেকে দেখা ‘বিয়ন্ড ওয়ালস’ (ছবি: এএফপি) আগামীতে বিশ্বের গুরুত্বপূর্ণ ২০টি শহরে সিপের শিল্পকর্মের প্রদর্শনী হবে। এর মধ্যে ইংল্যান্ডের লন্ডন, জার্মানির বার্লিন, কেনিয়ার নাইরোবি ও আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে প্যারিসের মতো একই শিল্পকর্ম তৈরি করবেন তিনি। ‘বিয়ন্ড ওয়ালস-এর মধ্য দিয়ে তার তিন বছরের একটি কার্যক্রমের সূচনা হলো। 

আইফেল টাওয়ারের কাছে ‘বিয়ন্ড ওয়ালস’ সূত্র: বিবিসি

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’