X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

শাহজালালের তৃতীয় টার্মিনাল হবে ৩২টি ফুটবল মাঠের সমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:৩৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের বৃহৎ একটি টার্মিনাল নির্মাণ শুরু হতে যাচ্ছে। এটি হবে ৩২টি ফুটবল মাঠের সমান! সাধারণত একটি ফুুুুটবল মাঠের আয়তন হয়ে থাকে ৭ হাজার ১৪০ বর্গমিটার।

তৃতীয় টার্মিনালে হবে ৭০০ মিটার লম্বা ও ২০০ মিটার চওড়া। এর নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩০০ কোটি টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৮ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। এর কাজ শেষ হতে লাগবে চার বছর।

বহির্ভাগ থেকে নতুন টার্মিনাল দেখতে পদ্মফুলের মতো লাগবে। মূল ভবনের কলাম, সিলিংসহ বিভিন্ন স্থানেও পদ্মফুলের নকশা থাকবে। তিনতলা ভবনটির নকশা করেছেন রোহানী বাহারীন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিপিজি করপোরেশন প্রাইভেট লিমিটেডের (সিঙ্গাপুর) স্থপতি। পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নকশা করার অভিজ্ঞতা আছে তার।

বর্তমানে শাহজালাল বিমানবন্দর বছরে ৮০ লাখ যাত্রী ধারণে সক্ষম। আশা করা হচ্ছে, নতুন টার্মিনাল চালু হলে বছরে মোট ২ কোটি যাত্রী এর মাধ্যমে যাতায়াত করতে পারবেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানিয়েছেন, এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) মাধ্যমে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান নতুন টার্মিনাল ভবনের নির্মাণকাজ করবে। এগুলো হলো জাপানের প্রতিষ্ঠান মিতসুবিশি মোটরস ও ফুজিটা করপোরেশন আর দক্ষিণ কোরিয়ার স্যামসাং।

বেবিচক সূত্রে জানা গেছে, নতুন টার্মিনালে যাত্রীদের দ্রুত সেবা দিতে গ্রাউন্ড সেবায় আসবে পরিবর্তন। বর্তমানে শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তৃতীয় টার্মিনালে অন্য প্রতিষ্ঠানও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে অংশ নেওয়ার সুযোগ পাবে। এজন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে নির্বাচন করা হবে। যোগ্যতাসম্পন্ন যেকোনও প্রতিষ্ঠান গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে সংশ্লিষ্ট হওয়ার জন্য আবেদন করতে পারবে।

নতুন টার্মিনালের পাশাপাশি আমদানি-রফতানি কার্গো ভিলেজের আধুনিকায়ন করা হবে। এর মধ্যে আমদানি কার্গো ভিলেজের আয়তন ৩৫ হাজার ৮৬৩ বর্গমিটার ও রফতানি কার্গো ভিলেজের দৈর্ঘ্য থাকবে ২৭ হাজার ১৪৪ বর্গমিটার।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!