X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে বোমা তৈরির সরঞ্জাম সন্দেহে কুরিয়ার পার্সেল জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ২২:৪০আপডেট : ২০ জুলাই ২০১৬, ২২:৪০

শাহজালাল এয়াপোর্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোমা তৈরির সরঞ্জাম সন্দেহে একটি কুরিয়ার পার্সেল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সন্ত্রাসবিরোধী অপারেশন ‘আইরিন’ চলাকালে বুধবার বিকেলে কুরিয়ার গেট থেকে খালাসের সময় এটি আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, ডকুমেন্ট ঘোষণা এবং শুল্কায়িত আড়াই কেজির পার্সেলটি সন্দেহজনক হওয়ায় এটি তল্লাশি করা হয়। এ সময় পার্সেলের ভেতর বিভিন্ন সার্কিট, বোর্ড, ব্রিজ ও তার এলোমেলো অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করলে বহনকারী সিঅ্যান্ডএফ এজেন্ট তমা ট্রেডের প্রতিনিধি কোনও সদুত্তর দিতে পারেননি। পরে বিভিন্ন সংস্থার মতামত নিয়ে বোমা তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহার হতে পারে সন্দেহে পার্সেলটি আটক করে কাস্টমস গুদামে জমা রাখা হয়। পার্সেলটি গত ৩ জুলাই টিজি-৩২১ ফ্লাইটে এসসিএস এক্সপ্রেসের মাধ্যমে শাহজালালের ফ্রেইট ইউনিটে আসে।
মঈনুল খান বলেন, পণ্যটি ডকুমেন্ট হিসেবে মিথ্যা ঘোষণায় বি/ই দাখিল করে খালাস নেওয়ার চেষ্টা করা হয়েছিল। ডকুমেন্ট হিসেবে শুল্ক পরিশোধ করা হয় মাত্র ৫৩৫ দশমিক ৪৫ টাকা। পণ্যটি চট্টগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টরির নামে আসে। মিথ্যা ঘোষণার বিষয়ে প্রতিষ্ঠান থেকে গ্রহণযোগ্য কোনও ব্যাখ্যা না পাওয়ায় জব্দ সরঞ্জামাদি আটক দেখানো হয়। এ ঘটনায় অনুসন্ধান করে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে বিভিন্ন সংস্থার সমন্বয়ে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে সারা দেশের বন্দরসমূহে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ‘আইরিন’ পরিচালনা হচ্ছে। বিশেষ করে পার্সেলের মাধ্যমে অবৈধভাবে হাল্কা অস্ত্র, বিষ্ফোরক ও মাদক প্রতিরোধই এই অভিযানের মূল উদ্দেশ্য। এই অভিযানটি এশিয়া প্যাসিফিক অঞ্চলসহ অন্যান্য দেশেও একযোগে চলছে।
/সিএ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস