X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঘুষ নেওয়ার সময় সওজ কর্মকর্তা হাতেনাতে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৬, ২১:০০আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ২১:০২

গ্রেফতারের প্রতীকী ছবি রাজধানীতে এক মুক্তিযোদ্ধার কাছ থেকে ঘুষ নেওয়ার সময় মো. জহুরুল হক নামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক সহকারী আইন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেনিয়ান শেড ফুড কোর্টে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে দুদক পরিচালক নাসিম আনোয়ার এর নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ দলের অভিযানে ধরা পড়েন ওই কর্মকর্তা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলা ট্রিবিউনকে জানান, জহুরুল হক সড়ক ও জনপথ বিভাগের সহকারী আইন কর্মকর্তা।
দুদক সূত্রে জানা গেছে, মিরপুরের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. সালাহউদ্দিনের বাসা উচ্ছেদের নোটিশ নিয়ে গত ২৪ অক্টোবর সহকারী আইন কর্মকর্তা মো. জহুরুল হকের নেতৃত্বে ৩০-৩৫ জন কর্মকর্তা আসেন। মালামাল তাৎক্ষণিকভাবে বের করে নিতে নির্দেশ দেন তারা।

জহুরুল হক পরবর্তীতে সালাউদ্দিনকে  জানান, তাদের ‘খরচ’ দেওয়া হলে সব ঠিক করে দিবেন। এরপর ৩ নভেম্বর জহুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে মুক্তিযোদ্ধা পরিবারকে তিনি বলেন, তাদের কর্মকর্তা বলেছেন দুই লাখ টাকা নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে সেখানে থাকতে দেওয়া হবে। কর্মকর্তাকে বুঝিয়ে ৪৫ হাজার টাকা দিলে জহুরুল হক বাসাটি উচ্ছেদ না করার ব্যবস্থা করে দেবেন।

বুধবার দুপুরে ঘুষের প্রথম কিস্তি বাবদ ১৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

ঘুষ চাওয়ার বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে জানানো হলে সংশ্লিষ্টকে আটকের জন্য আট সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। দুদকের দলটি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেনিয়ান শেড ফুড কোর্টে অবস্থান নেয়। সালাউদ্দিনের কাছ থেকে ঘুষ বাবদ ১৫ হাজার টাকা নেওয়ার সময় জহিরুল হককে হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদকের সহকারী পরিচালক মো: মনিরুল হক  বাদী হয়ে এ বিষয়ে তেজগাঁও  শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করেন।

/আরজে/এইচকে/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লোহিত সাগরে এন্ড্রোমিডা স্টার জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে এন্ড্রোমিডা স্টার জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!