X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মুক্তিপণ আদায়কালে র‌্যাবের হাতে আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:০২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:০৪

র‌্যাবের হাতে আটক তিন ব্যক্তি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী নাগরিক মো. মাহবুব আলমকে (৩৬) অপহরণ করে ঢাকা থেকে মুক্তিপণ আদায়কালে তিন জনকে আটক করছে র‌্যাব-৩। আটককৃতরা হলেন দুলাল (৪০), রুপচাঁদ আলী (২৫) ও আলী আহমেদ রিফাত (২৯)। মালয়েশিয়ান দূতাবাস, বায়রা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় মালয়েশিয়া থেকে গুরুতর অসুস্থ অবস্থায় অপহৃত বাঙালি মাহবুবকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে র‌্যাব। রবিবার (৪ ডিসেম্বর) র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি জানান, গত ২৬ নভেম্বর মালয়েশিয়ায় নিজ বাসা থেকে অপহৃত হন মাহবুব। এরপর থেকে তাকে একটি জঙ্গলে আটকে রেখে নির্যাতন করা হয়। মাহবুবের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মালয়েশিয়া থেকে জুলহাস নামের একজন মাহবুবের ভাই নাজমুল হক সবুজের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দিতে বলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ৩ লাখ টাকায় বনিবনা হয়।
অপহরণকারীরা আরও জানায়, বাংলাদেশি একজন ফোনে নাজমুলকে নির্দেশনা দেবে। সেই নির্দেশনা অনুযায়ী মুক্তিপণের টাকা দিতে হবে। তা না করলে মাহবুবের জীবন হুমকির মুখে পড়বে। অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী, পরদিন ২৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মগবাজারের বারাকাহ ইনসাফ হাসপাতালের সামনে রিফাত নামের একজনের কাছে এক লাখ টাকা দেওয়া হয়। বাকি দুই লাখ টাকা পরদিন দুপুর ১২টার মধ্যে দিয়ে দিতে বলা হয়।
অপহৃত মাহবুবের ভাই পরবর্তী টাকা জোগাড় করতে না পেরে র‌্যাব-৩-এর কাছে অভিযোগ করে। ঘটনার সত্যতা যাচাই করে মাঠে নামে র‌্যাব। তারা নাজমুলকে অপহরণকারীদের চাহিদামতো বাকি দুই লাখ টাকা মালিবাগ ফ্লাইওভারের নিচে লেনদেনের পরামর্শ দেয়। সেই পরামর্শ অনুযায়ী টাকা লেনদেনের সময় দুলাল ও রুপচাঁদকে আটক করে র‌্যাব।
র‌্যাব জানায়, অপহৃত মাহবুবকে উদ্ধারের জন্য মালয়েশিয়া দূতাবাস, বায়রা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে অবহিত করা হয়। দূতাবাস পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং জেলার কুনতাং পুলিশ স্টেশন এলকার গহীন জঙ্গল থেকে মুমূর্ষু অবস্থায় অপহৃত মাহবুবকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে র‌্যাব-৩ গত ৩ ডিসেম্বর বাংলাদেশ থেকে প্রথম দফায় এক লাখ টাকা মুক্তিপণ আদায়কারী রিফাতকে মালিবাগের চৌধুরীপাড়া এলাকা থেকে আটক করে। সর্বশেষ ৩ ডিসেম্বর দিবাগত রাত ১টায় অপহৃত মাহবুবকে দেশে ফিরিয়ে আনা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, মালয়েশিয়া প্রবাসী জুলহাস, জাহাঙ্গীর, তৌহিদুল, ফারুকসহ আরও বেশ কয়েকজন মালয়েশিয়ার কয়েকজন বাসিন্দাকে এর আগেও অপহরণ করে মুক্তিপণ আদায় করেছিল।

আরজে/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ