X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করে দণ্ডিত ফিরোজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১৩

কারাদণ্ড জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো বোনের স্বামী গিয়াস উদ্দিন গোপালসহ তিন জনের বিরুদ্ধে আনা ধর্ষণ চেষ্টার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বাদী ফিরোজা বেগম। রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এ দণ্ড দেন। কারাদণ্ড ছাড়াও বাদীকে আরও বিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সাজা দেন আদালত। তবে রায়ের পর ওই নারী আপিলের শর্তে জামিনের প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আসামি ফিরোজা বেগম তার চাচাতো বোনের স্বামী গিয়াস উদ্দিন গোপালসহ তিন জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ২০১২ সালের ১৮ মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনা মিথ্যা মর্মে ওই বছরের ২০ মে আদালতে চার্জশিট দাখিল করে মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে গিয়াস উদ্দিন গোপাল ওই মামলার বাদী ফিরোজার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মামলা করলে বিচার শেষে বিচারক এ দণ্ড দেন।
ওই ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আলী আসগর স্বপন সাংবাদিকদের বলেন, ‘মিথ্যা মামলার জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান থাকলেও বিজ্ঞ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। পরে তাকে জামিনও দেওয়া হয়েছে।’
জানা গেছে, ২০১২ সালে এই নারী ধষর্ণের চেষ্টার অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় ঢাকা জেলার দোহার থানার পূর্ব লটাখোলা গ্রামের মৃত মোহন ব্যাপারীর ছেলে গিয়াস উদ্দিন গোপালসহ তিন জনকে আসামি করা হয়। অন্য দু’জন হলেন একই গ্রামের মিন্টু ও আলম। পরে তদন্ত শেষে পুলিশ ‘মিথ্যা মামলা’ উল্লেখ করে আসামিদের অব্যাহতির আবেদন করে ২০১২ সালের ২০ মে ট্রাইব্যুনালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

আরও পড়ুন-

সম্প্রচার আইন আগামী অধিবেশনেই: তথ্যমন্ত্রী

সংসদ নির্বাচনে ই-ভোটিংয়ের প্রস্তুতি নেই ইসির

/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার