X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি মুসলমানদের জঙ্গি বানাতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৭, ২৩:৪৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ০০:২৭

মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) মুসলামদের জঙ্গি বানাতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (২৯ এপ্রিল) বিকালে সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশকে জঙ্গি দেশ বানাতে পারলে ইসলামকে জঙ্গির ধর্ম বানানোর ষড়যন্ত্র ষোলকলা পূর্ণ হবে। এ কারণেই বাংলাদেশের মুসলানদের জঙ্গি বানাতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।’
দেশের সবস্তরের মানুষ জঙ্গিবাদকে অপছন্দ করে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজান থেকে শুরু করে যেসব জঙ্গি মারা গেছে, তাদের লাশ কেউ নিতে আসেনি। পরিবারের সদস্যরাও লাশ নেওয়ার দাবি জানায়নি। জঙ্গিদের পরিচয় কেউ দিতে চায় না। সবাই তাদের ঘৃণা করে।’
বাংলাদেশে জঙ্গি থেকে শুরু করে অশান্ত পরিস্থিতি তৈরির পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘বাংলাদেশ হঠাৎ করে অশান্ত হয়নি। যদি ইতিহাস দেখেন, ১৯৭৫-এর ১৫ আগস্টের পর জঙ্গিরা আত্মপ্রকাশ করতে চেয়েছে। এরা কারা? এরা প্রথমে শিবির, তারপর হুজি, তারপর জেএমবি, তারপর আনসারউতল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম বিভিন্ন নামে জঙ্গি তৎপরতা চালাতে চেয়েছে।’
বাংলাদেশে আইএস-এর কোনও অস্তিত্ব নেই বলে এদিন আবারও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে কিছু হলেই একটা সাইট থেকে এর দায় স্বীকার করা হয়। বলা হচ্ছে এরা আইএস। কই আমি আইএস নামে তো বাংলাদেশের কোথাও কোনও কিছু পাইনি।’
দেশের অভ্যন্তরে মাদক তৈরি না হলেও প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকছে বলে জানিয়েছেন আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ করে মিয়ানমার সীমান্তে নাফ নদী ও দুর্গম এলাকা দিয়ে দেশে ভয়ংকর মাদক ইয়াবা আসছে বলে উল্লেখ করেন তিনি। তাই দুর্গম সীমান্তে সড়ক তৈরির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর মাধ্যমে সেখানে নজরদারি সহজ হবে বলে আশা তার।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। মাদক ও জঙ্গিবিরোধী এ সমাবেশে আগত অতিথিরা এগুলো প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

/আরজে/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!