X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে 'জঙ্গি' সন্দেহে তিন জনকে আটক করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০১৭, ০৭:৫৬আপডেট : ২৪ মে ২০১৭, ১৫:২৫

র‌্যাবের অভিযান চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় 'জঙ্গিবিরোধী' অভিযানে চারজনকে আটকের কথা জানিয়েছে র‌্যাব। এর মধ্যে তিনজনকে আটক করা হয়েছে জঙ্গি হিসেবে। পরে চানপুরের চাঁদপাড়া গ্রামে 'জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রাখা একটি বাড়িতে তল্লাশি শেষ করে সেখান থেকে একজনকে আটক করেন র‌্যাব সদস্যরা। র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।  


লে. কর্নেল মাহবুব বলেন, ‘চানপুরের ঘিরে রাখা বাড়িটি থেকে একজনকে আটক করা হয়েছে। তার নাম আবদুল মজিদ তানু। তিনি ওই বাড়ির মালিক।'

সাড়ে ১০টা নাগাদ নাচোলের দুটি বাড়ি ও গোমস্তাপুরের একটি বাড়িতে অভিযান শেষ হয়। সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে জানান চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার এ কে এম এনামুল করিম।  
এর আগে লে. কর্নেল মাহবুব বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, একটি আমবাগানে ৩০ জঙ্গি একটি বৈঠক করবে। সেই তথ্য অনুযায়ী আমরা সেখানে যাই। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এরপর আমরা চারটি পয়েন্টে তল্লাশি চৌকি বসাই। ভোররাতে রুহুলপুর থেকে তিন জনকে আটক করা হয়।’ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে `জঙ্গি আস্তানা` সন্দেহে র‌্যাবের অভিযান
আটকৃতরা হলো- সুকুদ্দি, সাইফুল ও জাহাঙ্গীর। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি গোমস্তাপুর।
মাহবুব বলেন, ‘আটক তিন জনের সঙ্গে আরও কয়েকজনের যোগসূত্র থাকার কথা। তাদের নিয়েই আমরা অভিযান চালাচ্ছি। এরই মধ্যে চানপুরের বাড়িটিতে তল্লাশি শেষ করেছি। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। তবে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। সে জঙ্গি কিনা, তা পরে জানা যাবে।’ 
উল্লেখ্য, বুধবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় কাছাকাছি দূরত্বে চারটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র‌্যাব। পর্যায়ক্রমে সেগুলোতে অভিযান চালানো হয়। 

আরও পড়ুন-
চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

/এআরআর/টিআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
যাত্রাবাড়ীতে গরমে মাংস ব্যবসায়ীর মৃত্যু
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
পাঁচ জেলায় চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে