X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যে কারণে ঢাকায় ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা

আমানুর রহমান রনি
০৬ জানুয়ারি ২০১৮, ২০:৫৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ০৪:৫৬

ফানুস (ফাইল ছবি) সাম্প্রতিক সময়ে যেকোনও অনুষ্ঠানের জনপ্রিয় অনুষঙ্গে পরিণত হয়েছে মাঠ বা বাসাবাড়ির ছাদ থেকে ফানুস ওড়ানো। সর্বশেষ থার্টি ফার্স্ট নাইটেও রাজধানীর আকাশে উড়তে দেখা গেছে বিপুল পরিমাণ ফানুস। তবে এই ফানুস ওড়ানোয় এবার নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, অনেক সময় আগুন নিভে যাওয়ার আগেই ফানুস নিচে পড়ে যায়। রাজধানী শহর ঢাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় এবং এই শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় ফানুস থেকে অগ্নিকাণ্ড ও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সে কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজধানী ঢাকায় ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফানুসে থাকা কেরোসিন বাতি না নিভেই মহানগরীর বিভিন্ন জায়গায় পড়ছে। এতে আগুন লাগাসহ বিভিন্ন ধরনের নিরাপত্তাজনিত হুমকি তৈরি হচ্ছে। ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যেকোনও সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। সে কারণে ফানুস ওড়ানো থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি। এই নিষেধাজ্ঞা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ডিএমপি।
শনিবার ডিএমপির একাধিক কর্মকর্তার সঙ্গে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি বিষয়ে কথা হয় বাংলা ট্রিবিউনের। তারা বলছেন, ফানুস ওড়ানোর সংস্কৃতি খোলা জায়গা ও পাহাড়ি এলাকার। সেখানে এগুলো ওড়ানো যায়। কিন্তু ঘনবসতিপূর্ণ ঢাকার জন্য ফানুস খুবই ঝুঁকিপূর্ণ।
ডিএমপির এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বছর রাজধানীতে অনেক ফানুস আকাশে ওড়ানো হয়েছে। এর অনেকগুলো না নিভেই জ্বলন্ত অবস্থায় বাসাবাড়ির ওপরে, সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও বৈদ্যুতিক লাইনে পড়েছে। এগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এসব ফানুস থেকে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারত। তাই ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া, মহানগরীর নিম্ন আয়ের মানুষেরা বস্তিতে বসবাস করেন। বহুতল ভবন থেকে ফানুস ওড়ানো হলে এসব ফানুস জ্বলন্ত অবস্থায় বস্তিতে পড়লে তা থেকে বস্তিতে আগুন ধরে যেতে পারে। এসব বিষয় মাথায় রেখেই ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘এর আগে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় এসব জ্বলন্ত ফানুস পড়েছে। ফলে ফানুস এই শহরের জন্য ঝুঁকিপূর্ণ।’
এদিকে রাজধানীর ফানুস বিক্রেতাদেরও ফানুস বিক্রি করতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্মকমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায়। তিনি বলেন, ‘ফানুস ওড়ানোর পাশাপাশি বিক্রি করতেও নিষেধ করা হয়েছে। বিক্রেতারা ডিএমপির অনুরোধে সাড়া না দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
ফানুস ওড়ানো বন্ধের পেছনে নাশকতার কোনও আশঙ্কা আছে কিনা জানতে চাইলে কৃষ্ণপদ রায় বলেন, ‘নাশকতার কোনও পরিকল্পনার কথা আমাদের জানা নেই। তবে কেউ যদি এমন পরিকল্পনা করে থাকে, তাহলে তাদের প্রতিহত করা হবে।’
এদিকে, ফানুস ওড়ানোর সঙ্গে বৌদ্ধ ধর্মের আচার সম্পৃক্ত বলে এই নিষেধাজ্ঞা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, বৌদ্ধদের ধর্মীয় এই আচারের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা দেওয়া ঠিক হয়নি। যদিও বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধারণা করছেন,তারা পুলিশের অনুমতি নিয়েই ফানুস উড়িয়ে থাকেন বলে তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত বাংলা ট্রিবিউনকে বলেন,‘আকাশে ফানুস ওড়ানো বৌদ্ধদের ধর্মীয় একটি রীতি। আমাদের সংবিধানে সব ধর্মকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা জুজুর ভয়ে যদি ফানুস ওড়ানোসহ সব ধরনের অসাম্প্রদায়িক অনুষ্ঠান বন্ধ করে দেই, তাহলে সাম্প্রদায়িক শক্তি আরও সুযোগ পাবে।’ ফানুসে নিষেধাজ্ঞা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তবে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিক্ষু সুনান্দ প্রিয় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ গৃহত্যাগের সময় তার নিজের সুন্দর চুল কেটে আকাশে উড়িয়ে দিয়েছিলেন। আমরা মনে করি, তার চুল স্বর্গে রয়েছে। এজন্য প্রবারণা পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমার দিন ফানুস ওড়ানো হয়। তবে অনেক বিধি-বিধান মেনে ফানুস ওড়াতে হয়, এটা যখন-তখন মনের আনন্দে ওড়ানোর বিষয় নয়।’
এই বৌদ্ধ নেতা বলেন, ‘আমরা একটি নির্দিষ্ট সময় ফানুস উড়িয়ে থাকি। সে সময় পুলিশের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়। আজকের নিষেধাজ্ঞা আমাদের জন্য নয়। এটা যাদের নিষেধ করেছে তাদের বিষয়। আমরা এ বিষয়ে কোনও কথা বলবো না।’
আরও পড়ুন-
রংপুর সিটিতে পরাজয়ে ডিএনসিসি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আ.লীগ
নিখোঁজদের সন্ধানে স্বজনরা যাচ্ছেন হিউম্যান রাইটস কাউন্সিলে

/টিআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু