X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মুফতি হান্নান বলির পাঁঠা: যুক্তিতর্কে আইনজীবী

জামাল উদ্দিন
১৭ জানুয়ারি ২০১৮, ২১:০৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২১:০৭

মুফতি হান্নান বলির পাঁঠা: যুক্তিতর্কে আইনজীবী ‘মুফতি হান্নানকে আসামি করা না হলে অন্যদের আসামি করা যাবে না। মুফতি হান্নানের মাধ্যমে যাকে প্রয়োজন তাকে এই মামলায় আসামি করা যাবে। তাছাড়া আওয়ামী লীগের সমাবেশের স্থান পরিবর্তন ও মঞ্চে যেন বোমা না পড়ে, সেসব ঘটনা ও বক্তব্য আড়াল করতেই এই মামলায় মুফতি হান্নানের আবির্ভাব হয়েছে। নির্যাতন করে ও রাজসাক্ষীর প্রলোভন দিয়ে মুফতি হান্নানের কাছ থেকে দ্বিতীয় জবানবন্দি নেওয়া হয়েছে। তাকে এই মামলার বলির পাঁঠা করা হয়েছে’— এসব দাবি করেছেন অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়া। ঢাকার দ্রুত বিচার আদালত-১-এ আজ বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বির আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এদিন দুপুর সাড়ে ১২টায় আদালতের কার্যক্রম শুরুর পর আসামি মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বির আহমেদের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়া। এ সময় তিনি আদালতে দাবি করেন, মাওলানা আবদুল হান্নান কখনোই সাব্বির আহমেদ নন। তার অভিযোগ, এ বিষয়টি তদন্তের জন্য ইতোপূর্বে আবেদন জানানো হলেও আমলে নেওয়া হয়নি। এই আইনজীবীর ভাষ্য, ‘মাওলানা আবদুল হান্নান কোনও স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেননি। কেবল মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দির বক্তব্যে সাব্বির আহমেদের নাম আসায় তাকে সম্পৃক্ত করা হয় এই মামলায়। অন্য আসামি শেখ আবদুস সালামও বলেছেন মাওলানা সাব্বির আহমেদের কথা। আর এই সাব্বিরই যে মাওলানা আবুদল হান্নান তা তিনি বলেননি।’

অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়া আদালতকে বলেন, ‘১৩ ঘণ্টা ৫৫ মিনিট বিলম্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা দায়ের করা হয়। বিলম্বে দায়ের করা এজাহারে কোনও আসামির নাম উল্লেখ করা হয়নি। তাছাড়া সমাবেশ হওয়ার কথা মুক্তাঙ্গনে। কিন্তু সেটা হলো বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে। হঠাৎ সমাবেশ স্থানান্তরের তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া আর কে জানতে পারে?’

যুক্তিতর্ক উপস্থাপনে মাঈন উদ্দিন মিয়া বলেছেন, ‘সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমানের তদন্তের সময় জজ মিয়ার যে ভাষ্য ছিল তা হলো— মুকুল ও রবিন ভাই জজ মিয়ার সঙ্গে বসেছিল। রবিন বলেছে, মুকুল ভাইয়ের নির্দেশে জজ মিয়াকে বোমা মারার দায়িত্ব দেওয়া হয়েছে। শর্ত হচ্ছে, স্টেজে যেন বোমাটা না পড়ে। তার সঙ্গে গ্রেফতার হওয়া আবুল হাশেম রানা ও মো. শফিকুল ইসলাম শফিকের বক্তব্যও একই— স্টেজে যেন বোমাটা না পড়ে। এসব বক্তব্য প্রমাণ করে, যারা বোমা মেরেছে তারা আতঙ্ক সৃষ্টির জন্য মেরেছে। একটা রাজনৈতিক ইস্যু দরকার, সেজন্য এ ঘটনা ঘটানো হয়েছে।’

এই আইনজীবীর বক্তব্য হলো— ‘আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিল ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী দুটি এজাহার নিয়ে গিয়েছিলেন মতিঝিল থানায়। যেগুলো সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়। সেগুলোতেও কোনও আসামির নাম নেই। বলা হয়েছে, বিএনপি-জামায়াত জোট সরকারের মাধ্যমে এ ঘটনা ঘটেছে।’

যুক্তিতর্কে জানানো হয়, এ মামলার ৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ থেকে অধিকতর তদন্তের আবেদন করা হয়। আদালত থেকে অধিকতর তদন্তের আদেশ হওয়ার পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দকে। তিনি মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বির আহমেদসহ আরও ৩০ জনকে যুক্ত করে মোট ৫২ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেন। অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়ার মন্তব্য, ‘মুফতি হান্নানের দ্বিতীয় একটি জবানবন্দিতে রমনা বটমূলের ঘটনায় মাওলানা সাব্বির আহমেদের নাম এসেছে বলে মাওলানা আবদুল হান্নানকে সাব্বির রূপে আসামি করে চার্জশিট দেওয়া হয়।’

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিচারক শাহেদ নূর উদ্দিন আদালতের কার্যক্রম আগামী ২২ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এর আগ পর্যন্ত অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়া তার যুক্তিতর্ক উপস্থাপন করেন। তার অসমাপ্ত যুক্তিতর্ক আগামী ধার্য তারিখে উপস্থাপন করবেন বলে আদালতকে জানান তিনি। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান ও তার সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!