X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার চার মাসের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ১৪:২৭আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৯:২২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১২ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।  

জামিন বিষয়ে আদেশের সময় আদালতে খালেদা জিয়ার পক্ষের ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রমুখ। আদালতে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু, খায়রুল কবির খোকন, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।

আদালতে খালেদা জিয়ার জামিন বিষয়ে শুনানি শুরু হয় দুপুর ২টা ১৪ মিনিটে। শুনানির শুরুতেই বিচারপতি এম ইনায়েতুর রহিম খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীনের কাছে জানতে চান তাদের কিছু বলার আছে কিনা। জবাবে তিনি বলেন, ‘জামিন আবেদনের শুনানি তো শেষ হয়েছে। আমরা আদেশের জন্য অপেক্ষা করছি। যদি রাষ্ট্রপক্ষ কিছু বলে তাহলে আমরা জবাব দেবো।’ এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘মামলাটি স্পর্শকাতর। বিচারিক আদালত খালেদা জিয়ার বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনা করে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। যেহেতু নিম্ন আদালতের নথি এসেছে, আপিল শুনানির জন্য পেপারবুক তৈরির নির্দেশ দেন। এটি একটি দুর্নীতির মামলা। এখানে এতিমের টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে আত্মসাৎ হয়েছে। সাবেক প্রেসিডেন্ট এরশাদ দুর্নীতির মামলায় সাড়ে তিন বছর কারাগারে ছিলেন। খালেদা জিয়া মাত্র দুই মাস কারাগারে রয়েছেন, তাকে জামিন দেওয়া ঠিক হবে না।’ 

এ সময় আদালত বলেন, ‘তখন তার (এরশাদের) বয়স কত ছিল?’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তখন তার বয়স ছিল ৬৫ বছর।’ আদালত বলেন, ‘তিনি তো এ সময় শারীরিকভাবে ফিট ছিলেন। তিনি কারাগারে থেকে বেরিয়ে বিয়ে করেছেন। আল্লাহর রহমতে পুত্রসন্তান লাভ করেছেন।’

এরপর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন, ‘সাজার পরিমাণ কম–এ বিবেচনায় জামিন দেওয়া উচিত হবে না। এটা জামিন দেওয়ার গ্রাউন্ড হতে পারে না। তারা তো শারীরিক অসুস্থতার বিষয়ে কোনও মেডিক্যাল সার্টিফিকেট দেখাননি।’ এ সময় আদালত বলেন, ‘এ শুনানি তো আপনি আগেও করেছেন। নতুন কী আছে সেটা বলুন।’ 

এরপর খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ ছিলেন। এই অসুস্থতার কারণে তিনি হাঁটাচলা করতে পারেননি।’

এ সময় একটি দুর্নীতির মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে হাইকোর্টের একক বেঞ্চে জামিন দেওয়ার নজির আদালতের নজরে আনেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। পরে আদালত চারটি বিষয় বিবেচনা করে বিএনপি চেয়ারপারসনের চার মাসের জামিন মঞ্জুর করেন।

পরে খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘আদালতে আমরা আবেদন করেছি। আবেদনটি শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ ছিল। আদালতে আমরা কারেন্ট দুটি পিটিশন প্লেস করেছি।  সেখানে আছে ১০ বছর বা সাত বছর জেল হলেও আদালত বয়স্ক মানুষকে বেইল (জামিন) দিয়ে থাকেন। আদালত সেই ক্ষমতা ব্যবহার করে আজ তাকে (খালেদা জিয়া) চার মাসের বেইল দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়া এখন বেইলপ্রাপ্ত। সরকার যদি আর কোনও মামলায় তাকে গ্রেফতার না দেখায়, তাহলে তার জামিন পেতে আর কোনও বাধা নেই। সর্বোচ্চ আদালতের ওপর আমাদের আস্থা আছে। খালেদা জিয়ারও আস্থা আছে বলেই তিনি আপিল করেছেন। সেই আপিলের পর জামিন আবেদনের শুনানি হয়ে খালেদা জিয়া আজ মুক্তি পেয়েছেন।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখনও সেখানেই আছেন।

 

 

 

 

 

/বিআই/এফএস//এএম/টিএন-চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!