X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নিয়মিত অভিযানেই এ কে আজাদের বাড়ি উচ্ছেদ: রাজউক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৫:১৪আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:১৪

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান নিয়মিত অভিযানেই শিল্প প্রতিষ্ঠানর হা-মীম গ্রুপের মালিক এ কে আজাদের বাড়ি উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান। মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটি ভাঙার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অলিউর রহমান বলেন, ‘আমাদের অথোরাইজড অফিসার এই বাড়িটির নকশা চেয়েছিলেন, কিন্তু তারা নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন। আমাদের অফিসেও তল্লাশি করে এই ভবনের রাজউক অনুমোদিত কোনও নকশা পাইনি। ভবন মালিকও রাজউক অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন। ফলে এটা অবৈধ ভবন। এই ভবন আমরা রাজউকের যে নিয়মিত অভিযান তার অংশ হিসেবে উচ্ছেদ করেছি।’
ভবনটি যখন তৈরি হয়েছিল সে সময় রাজউকের অনুমোদনের কোনও ব্যাপার ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই দরকার ছিল। যেকোনও ভবনের নকশায় রাজউকের অনুমোদন লাগবে।’
ভাঙা হচ্ছে একে আজাদের বাড়ি বাড়ির মালিক কে? এ বিষয়ে জানতে চাইলে অলিউর রহমান বলেন, ‘ভবনটির মালিক কে তা বড় বিষয় নয়। আমাদের নিয়মিত অভিযানে দেখি ভবনটার নকশার অনুমোদন নেই। সেজন্য ভেঙে দেওয়া হচ্ছে।’
বাড়ির মালিককে কোনও নোটিশ দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘আমি তো বলেছি, আমাদের অথোরাইজড অফিসার নিজেই এসে নকশা চেয়েছেন। কিন্তু তারা দেখাতে পারেননি। এটা আমাদের নিয়মিত অভিযানে উচ্ছেদ করা হয়েছে।’
তিনি বলেন, ‘২০১৬ সালের সেপ্টেম্বর থেকেই অভিযান জোরদার শুরু করেছি। আমরা সর্ব শক্তি দিয়েই মোবাইল কোর্টের মাধ্যমে কাজ শুরু করেছি। এর আগে পত্রিকায়ও বিজ্ঞপ্তি দিয়েছি। যে সব ভবনের নকশা নেই সেগুলো রাজউক থেকে উচ্ছেদ করা হয়। এটা আমাদের নিয়মিত অভিযান।’

/এসএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা