X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাড্ডায় আ.লীগ নেতা হত্যা: চারজনের নাম উল্লেখ করে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ১৯:১৪আপডেট : ১৯ জুন ২০১৮, ২০:০১

ফরহাদ আলী

রাজধানীর উত্তর বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলীকে গুলি করে হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার নিহত ফরহাদ আলীর স্ত্রী মোর্শিদা বেগম বাদী হয়ে বাড্ডা থানায় এই মামলা দায়ের করেন। বাড্ডা থানার ডিউটি অফিসার এএসআই আশরাফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৫ জুন) দুপুরের জুমার নামাজ শেষে স্থানীয় বায়তুস সালাম জামে মসজিদ থেকে বের হওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ফরহাদ আলী। পরে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই আশরাফুল ইসলাম জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২৯।

মামলা সূত্রে জানা গেছে, এজহারে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—স্থানীয় ডিশ ব্যবসায়ী ফজলুল হক দুলাল, তার মেয়ের স্বামী বিপ্লব, ম্যানেজার রহিম ও বেরাইদ এলাকার বাসিন্দা কামরুল। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪-৫ জনকে।

নিহত ফরহাদ আলীর বড় ছেলে আবিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা চাই আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

এদিকে, হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুজনকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করেছে বাড্ডা থানা পুলিশ। তাদের একজন জুয়েল ও অন্যজন মিরাজুল। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপি বাড্ডা জোনের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল করিম।

/আরজে/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা