X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যুবদলের সাধারণ সম্পাদক টুকুসহ তিনজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৬:০৬আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৬:১১



সুলতান সালাউদ্দিন টুকু (ছবি: ইন্টারনেট থেকে) যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু , জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও বিএনপি নেতা এনামুল হকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুলাই) ঢাকা মহানগর হাকিম রায়হানুল উল ইসলামের আদালত রিমান্ডের এ আদেশ দেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসনের রায়কে কেন্দ্র করে নাশকতার পৃথক দুই মামলার মধ্যে এক মামলায় টুকু ও এনামুল হকের ১০ দিন করে ও অন্য মামলায় ইসহাক ও এনামুলের ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে এনামুল হকের প্রত্যেক মামলায় একদিন করে দুই দিন ও অন্য দুই আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন ।
প্রসঙ্গত, গত ১২ জুন রাতে টুকুকে উত্তরার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে কয়েকটি মামলায় রিমান্ডে নেয় পুলিশ। গত ৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর নিকুঞ্জ থেকে বনানী আসার পথে একটি মাইক্রোবাস এসে ডিবি পরিচয়ে ইসহাককে আটক করে। ১০ জুলাই শাহবাগ থানার একটি মামলায় ইসহাকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ জুলাই ওই মামলায় রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ উল্লেখ করা হয়েছে, গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে আসামিরা শাহবাগ এলাকার চাঁনখারপুল মোড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন। তারা লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে পুলিশের কর্তব্যকাজে বাধা দেয় এবং পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। আসামিদের ছোড়া ইট-পাটকেলে চলাচলরত কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়। এতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা দু’টি দায়ের করে।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি