X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

লুৎফুজ্জামান বাবর হাওয়া ভবনে যাননি: আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ১৯:৩৪আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২০:০২

আদালতে লুৎফুজ্জামান বাবর (ফাইল ছবি) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হাওয়া ভবন ও আবদুস সালাম পিন্টুর বাসায় যাননি বলে দাবি করেছেন তার আইনজীবী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘রাজনৈতিক ব্যক্তি হিসেবে ক্যারিয়ার বিনষ্ট করার জন্য তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।’ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি লুৎফুজ্জামান বাবরের পক্ষে মঙ্গলবার (১৪ আগস্ট) ঢাকার দ্রুত বিচার আদালত ১-এ যুক্তিতর্ক শুনানির সময় তিনি এসব কথা বলেন।

পঞ্চম দিনের মতো বাবরের পক্ষে আইনজীবী নজরুল ইসলাম মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করেন। এদিন দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে আদালতের কার্যক্রম দুপুর সোয়া ২টা পর্যন্ত চলে। পরে ২৭ আগস্ট পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করেন বিচারক শাহেদ নূর উদ্দিন। যুক্তিতর্ক উপস্থাপনের সময় নজরুল ইসলামকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম তারা ও অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন জিয়া।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। তাকে সহযোগিতা করেন দ্রুত বিচার আদালত ১-এর স্পেশাল পিপি আবু আবদুল্লাহ ভুঁইয়া, আবুল কালাম আজাদ ও আকরাম উদ্দিন শ্যামল।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর ২০০৪ সালের ২২ আগস্ট মতিঝিল থানার এসআই শরীফ ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা (নং-৯৭) দায়ের করেন। ২০০৮ সালের ৯ জুন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে অভিযুক্ত করে হত্যা ও বিস্ফোরক আইনে সিএমএম আদালতে দুটি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন সিআইডির সিনিয়র এএসপি ফজলুল কবির। ওই বছরই মামলা দুটির কার্যক্রম দ্রুত বিচার আদালত ১-এ স্থানান্তর করা হয়। এ আদালতে হত্যা ও বিস্ফোরক আইনের ২৯/১১ (হত্যা) ও ৩০/১১ (বিস্ফোরক) মামলা দুটির বিচার কার্যক্রম শুরু হয়।

৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর ২০০৯ সালের ২৫ জুন এ মামলার অধিকতর তদন্তের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। ওই বছরের ৩ আগস্ট আদালত অধিকতর তদন্তের আবেদন মঞ্জুর করেন। পরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও আবদুস সালাম পিন্টুসহ আরও ৩০ জনকে অভিযুক্ত করে ২০১১ সালের ২ জুলাই আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন আবদুল কাহার আকন্দ।

/জেইউ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী