X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘১৪-১৫ জন আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে জানি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৮, ১৩:৪৩আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৬:২২

 

‘১৪-১৫ জন আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে জানি না’ ‘৯ দিন ধরে আমার স্বামী নিখোঁজ। গত ৮ আগস্ট রাত ১০টা ২০ মিনিটের দিকে দুটি হাইএস মাইক্রোবাসে প্রায় ১৪/১৫ জন লোক আমার স্বামীকে তুলে নিয়ে যায়। কেন তাকে তুলে নিয়ে গেছে তা এখনও আমরা জানি না। এরপর থেকে আমরাও তার কোনও খোঁজ পাচ্ছি না। আমার স্বামীকে খুঁজতে সহায়তা করুন।’ শুক্রবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এই অনুরোধ জানান নিখোঁজ র‌্যাব-৭-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল হাসিনুর রহমানের স্ত্রী শামীমা আখতার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার স্বামী সত্যিকারের একজন দেশপ্রেমিক। তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দেশের জন্য কাজ করেছেন। তার এই নিষ্ঠার জন্য তিনি বাংলাদেশ রাইফেলস পদক বীর প্রতীক বিপিএম পদকও পেয়েছেন। তার কোনও শত্রু ছিল না। কে বা কারা তাকে তুলে নিছে গেছে জানি না।’

প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে শামীমা আখতার বলেন, ‘আমার স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। আমি জানি স্বজন হারানোর বেদনা, মাননীয় প্রধানমন্ত্রীর মতো কেউ বুঝবে না। তাই আমার স্বামীকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা কেন তাকে তুলে নিয়ে গেছে সেটি আমরা জানি না। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, যারা তাকে তুলে নিয়ে গেছে তারা সাদা পোশাক পরা ছিলেন। তুলে নেওয়ার পর দিন (৯ আগস্ট) পল্লবী থানায় আমি একটি সাধারণ ডায়েরি দায়ের করেছি। কিন্তু এখনও তার কোনও হদিস পাইনি।

/এসজেএ/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিষেকে আস্থার প্রতিদান দিয়ে রেকর্ডবুকে তামিম
অভিষেকে আস্থার প্রতিদান দিয়ে রেকর্ডবুকে তামিম
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা