X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

৮ কোটি টাকা উদ্ধারের মামলায় বিএনপি নেতা অপু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৯, ১৭:৫৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৮:১৭

মতিঝিল থেকে উদ্ধার করা ৮ কোটি টাকা রাজধানীর মতিঝিল থেকে ৮ কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় বিএনপি নেতা নুর উদ্দিন অপুকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতাল থেকে গ্রেফতার করে র‍্যাব ১-এর একটি দল।

র‍্যাব ১-এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী।  তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

গত ২৪ ডিসেম্বর মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলার ইউনাটেড করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান থেকে ৮ কোটি টাকা উদ্ধার করে র‍্যাব। ওই ঘটনায় মতিঝিল থানায় একটি মানি লন্ডারিং মামলা করে র‍্যাব। মামলাটির চার নম্বর নামীয় আসামি নূর উদ্দিন অপু। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

সারোয়ার বিন কাশেম বলেন, ‘মতিঝিল থানার মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি এজাহারের ৪ নম্বর নামীয় আসামি। তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হবে। তারাই আইনগত ব্যবস্থা নেবে।’

উদ্ধার করা চেক বই ও অপুর নির্বাচনি পোস্টার মামলার এজাহারে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের কথা বলা হয়েছে। এই টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার ষড়যন্ত্র করছিল বলেও অভিযোগ করা হয়েছে। ২৪ ডিসেম্বর সিটি সেন্টার থেকে গ্রেফতার অপর ব্যক্তিরা হলো আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড করপোরেশনের এমডি আলী হায়দার, গুলশানের আমেনা এন্টারপ্রাইজের জিএম (অ্যাডমিন) জয়নাল আবেদিন ও অফিস সহকারী আলমগীর হোসেন।

র‍্যাব কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক মাসে ইউনাইটেড করপোরেশন থেকে ‘কয়েকশ’কোটি টাকা লেনদেন হয়েছে। বিদেশ থেকে এসব টাকা আসছে। মূলত বিএনপি জামায়াতের প্রার্থীদের কাছে বিভিন্ন সময় এ টাকা সরবরাহ করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, নির্বাচন কেন্দ্রিক মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত তিনটি প্রতিষ্ঠানেরই মালিক বিএনপির নেতাকর্মীরা। তাদের মধ্যে ইউনাইটেড করপোরেশনের মালিক মাহমুদুল হাসান। তার বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ রয়েছে। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। অপর প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজের  মালিক আতিকুর রহমান। তিনি ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সভাপতি। গুলশানের আমেনা এন্টারপ্রাইজের মালিক তারেক রহমানের সাবেক পিএস মিয়া নূর উদ্দিন অপু।

নির্বাচনের আগে অপুকে তিন কোটি ৬০ লাখ টাকা দেওয়া হয় এই ইউনাইটেড করপোরেশন থেকে। টাকা উদ্ধারের সময় ওই অফিসটিতে অপুর নির্বাচনি পোস্টার ও তার সংসদীয় আসনের ভোটার লিস্ট পাওয়া যায়।

/এআরআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ