X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

পরিচালক তানভীর হাসানের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ০০:২৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০০:২৪

 

তানভীর হাসান ওসমানী রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার একটি বাড়ি থেকে মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক তানভীর হাসান ওসমানীর (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৩৫ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য এদিন বিকালে তানভীরের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তানভীর লক্ষ্মীপুর জেলার চন্দ্রপুর বাজারের পশ্চিম লতিফপুর গ্রামের আনোয়ার উল্লাহ ওসমানীর ছেলে। তার মায়ের নাম নাহার ওসমানী।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে দুপুর সাড়ে ১২টা দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ওই বাসায় গিয়ে তানভীরের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তানভীর বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় তার রুমে ঘুমাতে যান। এসময় রুমের দরজা ভেতর থেকে চাপানো ছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের বাসার গৃহকর্মী ওই রুমটি পরিস্কারের উদ্দেশ্যে ভেতর প্রবেশ করলে তখন তানভীর হাসানকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।’

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। তবে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

তানভীর ঢাকা লিটল থিয়েটারের সদস্য ছিলেন। পরে তিনি নাট্যকেন্দ্রে যোগ দেন। নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনাও করেছেন। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে অল্প দিনেই সুনাম অর্জন করেন। কাজ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও। ছবি আঁকতেন, ছিলেন ফ্যাশন ডিজাইনার। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।

/এসজেএ/এআইবি/ এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র