X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী সানাই মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২

 

অভিনেত্রী সানাই মাহবুব ইন্টারনেটে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও আর ছড়বেন না বলে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী সানাই মাহবুব। তার এমন কাজের জন্য ফেসবুক লাইভে এসে দুঃখ প্রকাশ করেছেন তিনি। রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তিনি পুলিশের কাছে মুচলেকা দেন ও ক্ষমা চান। এর আগে দুপুরে ইন্টারনেটে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর মগবাজার থেকে তাকে আটক করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এডিসি নাজমুল ইসলাম বলেন, ‘ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার স্যার এর নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনের অংশ হিসেবে সানাইকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অফিসে এনেছিলাম। সানাই তার ভিডিওগুলোর জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং সেসব ভিডিও মুছে ফেলতে সম্মত হয়েছেন। তিনি মুচলেকা দিয়েছেন যে, কখনও আর এ ধরনের ভিডিও বানাবেন না বা ছড়াবেন না। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তার এ ধরনের কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। মুচলেকার বাইরে কিছু করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অন্যান্য অনেকের জন্যও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এদিকে, রবিবার বিকাল ৪টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে ক্ষমা চান সানাই। লাইভে তিনি বলেন, ‘আমি আজকে একটি বিশেষ মেসেজ দিতে চাই। সবার উদ্দেশে বলতে চাই, আমি ক্ষমা চাচ্ছি, আমার সমালোচিত কন্টেন্টগুলো কোনও বিশেষ উদ্দেশে বা আর্থিক লাভের আশায় করিনি। আজ সাইবার ক্রাইম ইউনিটে এসে আমার বিশেষভাবে অনুধাবন হয়েছে যে, এই কন্টেন্টগুলোতে ১৮ বছরের নিচে বয়সীদের কেউ কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব এটা করা আমারা ভুল ছিল। আমি এ দেশের একজন নাগরিক হিসেবে, দেশের সুস্থ সংস্কৃতি বিকাশে এ দেশের আইন মেনে চলে একজন ভালো শিল্পী হতে চাই। ইতোপূর্বে আমার ব্যক্তিগত বা যৌথভাবে করা বিব্রতকর ভিডিও বা ছবির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি অবশ্যই ভবিষতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবো। আমার নিয়ন্ত্রণে থাকা প্রোফাইল থেকে এ ধরনের কন্টেন্টগুলো মুছে ফেলবো এবং অন্যান্য কন্টেন্টগুলোর বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা চাচ্ছি। আমাদের দেশের ইন্টারনেটকে নিরাপদ রাখবো। সরকারের ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইন চলছে, আমি এ ক্যাম্পেইনের সঙ্গে আছি ।’

 

/আরজে/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র