X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ক্যাসিনোর সঙ্গে জড়িতদের সম্পদ অনুসন্ধানে নামছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪২

ফাইল ছবি
অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজি নিয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে। তদারকি করবেন সংস্থাটির মহা-পরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে (৩০ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

এর আগে সকালে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজি নিয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের সম্পদ অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদক সচিব জানান, ‘ক্যাসিনো ব্যবসা করে যারা বিপুল বিত্ত-ভৈবনের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে, তাদের সম্পদের অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে, কতজনের সম্পদের অনুসন্ধান করা হবে, সে বিষয়টি পরিষ্কার করেননি দুদক সচিব।

দুদকের একটি সূত্র জানায়, অন্তত ১৫ জনের সম্পদ অনুসন্ধান করবে দুদক। তাদের সঙ্গে পরিবারের সদস্যদেরও সম্পদের খোঁজন নেওয়া হবে।

প্রসঙ্গত, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজি নিয়ে দুর্নীতির ঘটনায় এরই মধ্যে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, কৃষক লীগের সভাপতি শফিকুল আলম ফিরোজ, ঠিকাদার জি কে শামীমকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  ১৮ সেপ্টেম্বর র‌্যাবের অভিযান শুরু হওয়ার পর আত্মগোপনে গেছেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, যুবলীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, যুবলীগ নেতা মিজানুর রহমান বকুল ও মতিঝিলের ওয়ার্ড কাউন্সিলর মোমিনুল হক সাঈদ, গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়া আত্মগোপনে গেছেন। তাদের খোঁজে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালানো হয়েছে।

/ডিএস/এআর/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে