X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নিখোঁজের দেড় বছর পর বাড়ি ফিরলেন সাবেক র‍্যাব কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫১

হাসিনুর রহমান নিখোঁজের প্রায় দেড় বছর পর রাজধানীর নিজ বাসায় ফিরেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

এসআই মনিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার আমাকে ফোন দেয়। হাসিনুর সুস্থ আছেন বলে জানিয়েছেন। তবে তার চিকিৎসার প্রয়োজন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। তাই হাসিনুরকে চিকিৎসকের কাছে নিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘এখনও তার সঙ্গে দেখা করিনি। তিনি কিছুটা স্বাভাবিক হলে তার সঙ্গে কথা বলবো। সে বাসার বাইরে আছেন। স্বজনরা তার সঙ্গে রয়েছেন।’

নিখোঁজের দেড় বছর পর বাড়ি ফিরলেন সাবেক র‍্যাব কর্মকর্তা হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে বাসায় আসেন তিনি। তার প্রেসার বেশি ছিল। প্রেসারের ওষুধ দেওয়া হয়েছে। এখন বিশ্রাম নিচ্ছেন। সে নিয়মিত চেকআপের মধ্যে ছিল অতীতে। তার সেই নিয়মিত চেকআপের জন্য চিকিৎসকের কাছে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘হাসিনুর শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে বিপর্যস্ত। আমরা কোনও কিছু জিজ্ঞাস করছি না। তিনি ফেরত এসেছেন এটাই আমাদের পরিবারের জন্য বড় বিষয়। সবার কাছে দোয়াপ্রার্থী।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন হাসিনুর। তার পরিবার জানায়, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন লোক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এই ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

সূত্র জানায়, হাসিনুর রহমান র‍্যাবের ব্যাটালিয়ন-৭ এর অধিনায়ক থাকাকালীন সময় তার বিরুদ্ধে হিজবুত তাহরীরের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে তাকে সেনাবাহিনীতে ফেরত দেওয়া হলে তিনি চাকরিচ্যুত হন। তবে তার পরিবার সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি র‍্যাব ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে কাজ করেছেন।

/এআরআর/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু