X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মাদক মামলায় ফের রিমান্ডে এসআই জলিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩১

 

রিমান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অস্ত্র ও মাদক পাঠানোয় রাজধানীর দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার গোপালগঞ্জের উপ-পরিদর্শক (এস আই) জলিল মাতব্বরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মাদক আইনের মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি অস্ত্র মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

রবিবার মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য মাদক মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জলিল মাতব্বরকে কারাগারে আটক রাখারও আবেদন করেন তিনি। শুনানি শেষে জলিল মাতব্বরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক বাকী বিল্লাহ। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন এসব তথ্য জানান।

১৯ ফেব্রুয়ারি দারুসসালাম থানা এলাকা থেকে জলিল মাতব্বরকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জের জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে গোপালগঞ্জে বদলি করা হয়। মামলা সূত্রে জানা যায়, এস আই আবদুল জলিল মাতব্বর তার বিভিন্ন জিনিসপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জে পাঠিয়েছিলেন। পার্সেলটি দারুসসালামে কুরিয়ার সার্ভিসের অফিসে থাকার সময় তা থেকে মাদকের গন্ধ ছড়াতে থাকে। ভেতরে নিষিদ্ধ কিছু থাকতে পারে সন্দেহ হওয়ায় কুরিয়ার কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পরে দারুসসালাম থানার পুলিশ গিয়ে পার্সেল খুলে ইয়াবা, ২৭ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করে।

/টিএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!