X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এমপি আসলামের বাধা উপেক্ষা করে বুড়িগঙ্গা তীরে অভিযান চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২০, ১৪:৫৯আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৭:২৪

বিআইডব্লিউটিএ-এর কাজে বাধা দেন এমপি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের বাধা উপেক্ষা করে বুধবার (৪ মার্চ) দ্বিতীয় দিনের মতো বুড়িগঙ্গা-তুরাগ নদের সংযোগস্থল বসিলা ব্রিজের পাশে নদী দখল করে নির্মিত মাইশা পাওয়ার প্ল্যান্টে অভিযান চলছে।

মঙ্গলবার (৩ মার্চ) থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এ অভিযান শুরু করেছে। বুধবারও তা অব্যাহত রয়েছে।

বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন এমপি বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে,  বুধবার সকাল ১০টা কাজ শুরু হয়।  বেলা ১১টার দিকে আসলামুল হক ৫০-৬০ জন লোক নিয়ে উচ্ছেদ অভিযানে বাধা দেন। এসময় বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা উদ্দেশে তিনি বলেন,  ‘যৌথ জরিপের কথা বলে যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে সেই জরিপের কাগজপত্র আমাকে দেখাতে হবে,  না হলে অভিযান চালানো যাবে না।’ তবে বিআইডব্লিউটিএ বাধা উপেক্ষা করে অভিযান অব্যাহত রেখেছে।

বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান এমপি সাংবাদিকদের বলেন, তার বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে ডিআইডব্লিউটিএ তাকে অনাপত্তিপত্র দিয়েছিল। এরপরও এখন তারা অভিযান করছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক কে এম আরিফ উদ্দিন বলেন, ‘বেলা ১১টার দিকে এমপি এসে একটু সমস্যা করেছিলেন। আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি। তার দাবি ঠিক নয়। তবে তাকে যে জায়গার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে আমরা সেখানে অভিযান চালাচ্ছি না। এটা নদীর জায়গা। এটা বুঝে নেওয়ার জন্য আমরা অভিযান চালাচ্ছি।’

উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমি বাধা দিলে তারা কাজ করছেন কীভাবে। সকালের দিকে আমি একবার গিয়েছিলাম, তারা যে জরিপের ভিত্তিতে উচ্ছেদ করছে সেটা দেখার জন্য। তারা সেটা দেখাতে পারেনি। দুপুরে আমি চলে এসেছি। তারপরও তারা তাদের কাজ চালিয়ে গেছেন। বাধা দিলে কাজ চলে কীভাবে?

দলবল নিয়ে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘ওখানে আমার অনেক স্টাফ আছেন। আমি ধানমন্ডির অফিসে বসে কীভাবে বাধা দেবো?’

একাধিক অনাপত্তিপত্র তার কাছে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মন্ত্রণালয়ে আবেদন করবো। এর একটা পারমানেন্ট সুরাহা আমি চাই।’

/এসএস/এসটি/টিটি/
সম্পর্কিত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বশেষ খবর
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা