X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পর্যবেক্ষণে পাঁচজন, বাড়ছে জ্বর-সর্দির রোগী

রাফসান জানি
০৪ এপ্রিল ২০২০, ১৮:৪৮আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৯:১৫

 

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পর্যবেক্ষণে পাঁচজন, বাড়ছে জ্বর-সর্দির রোগী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া পাঁচজনকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যে জ্বর-সর্দির মতো উপসর্গ ছিল। তবে তারা ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালটিতে ভর্তি হওয়া পুলিশ ও পরিবারের সদস্যদের কয়েকজনের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকায় ইতিমধ্যে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পর্যবেক্ষণে থাকা রোগীদের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসনাত খান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, তাদের মধ্যে জ্বর-সর্দির মতো সিম্পটম ছিল। এখন তারা ভালো আছেন।
হাসপাতালের দায়িত্বশীল সূত্রের তথ্য মতে, জ্বর-সর্দির মতো উপসর্গ নিয়ে আসা কয়েকজন রোগীর নমুনা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মাধ্যমে সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের কারও মধ্যে ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। পরীক্ষার পর প্রত্যেকের ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জ্বর, সর্দি, হাঁচি, কাশি নিয়ে আসা রোগীর সংখ্যা বেড়েছে। করোনাভাইরাস আতংকে অন্যান্য যেকোনও সময়ের তুলনায় বেশি সংখ্যক পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জ্বর, সর্দি, হাঁচি-কাশি নিয়ে আসা রোগীদের সেবা দেওয়ার জন্য হাসপাতালটিতে পৃথক কর্নার করা হয়েছে। ২৪ ঘণ্টাই সেই কর্নারে এ ধরণের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসানাত খান।

সূত্র জানায়, সারাদেশে কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে কেন্দ্রীয়ভাবে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দেশের প্রতিটি ইউনিটে ‘ফোকাল পার্সন’ রয়েছেন। যাদের মাধ্যমে পুলিশ সদর দফতর নিয়মিত আপডেট রাখছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও পুলিশের প্রতিটি ইউনিটি কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সদস্যদের মধ্যে লক্ষণ উপসর্গ দেখা দিলে সরকার ও আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী সকল ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা হাসপাতাল ও সারাদেশের প্রতিটি পুলিশ ইউনিটে কোয়ারেন্টিনের ব্যবস্থা রেখেছি। রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালে প্রাথমিক সহায়তা চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কোনও পুলিশ সদস্যের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেলে সরকার ও আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার