X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

কারাগারে করোনা প্রতিরোধে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২০, ২১:৫০আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:২১

কারাগারে করোনা প্রতিরোধে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি দেশের কারাগারগুলোতে করোনা পরিস্থিতি মোকাবিলায় কারা অধিদফতরের সঙ্গে কাজ করছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে বিভিন্ন কারাগারে তাঁবু এবং আইসোলেশন সেন্টার স্থাপনে কাজ অব্যাহত রয়েছে। বুধবার (২৯ জুলাই) আইসিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাস থেকে সুরক্ষায় কারা কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারা রক্ষীদের জন্য পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আবাসন (তাঁবু) স্থাপনে সহযোগিতা করেছে আইসিআরসি। কারা রক্ষীদের আবাসনের জন্য পাঁচটি তাঁবু হস্তান্তর করা হয়েছে। সেখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, জীবাণুনাশক ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিয়ে সহায়তা করেছে। তিনটি কোভিড-১৯ আইসোলেশন সেন্টার স্থাপনে কারা অধিদফতরকে সহায়তা করেছে আইসিআরসি। একইসঙ্গে ফেনী এবং কিশোরগঞ্জ কারাগারে আইসোলেশন সেন্টারের অবকাঠামো ও সেবার ব্যবস্থাপনায় কাজ করেছে তারা। কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে একটি ৭০ শয্যার আইসোলেশন সেন্টার চালুর কাজও চলমান রয়েছে।

আইসিআরসির (বাংলাদেশ) প্রটেকশন কো-অর্ডিনেটর হেনিং ক্রাউসে বলেছেন, 'বাংলাদেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরুতেই আমরা কারাগারগুলিতে মহামারী রোধে প্রয়োজনীয় দিকগুলো প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করি। বন্দী ও কারাগারের অন্যান্য সদস্যদের মহামারী থেকে সুরক্ষা দিতে কারা অধিদফতরের সঙ্গে সক্রিয়ভাবে কাজ শুরু করি। মহামারীর কারণে কারাগারগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং এই কারণেই আইসিআরসি কোভিড-১৯ মহামারিতে সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। যাতে কারাবন্দী এবং কর্মীদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধ করা যায়।'

কারাগারে করোনা প্রতিরোধে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা প্রনয়ণ, প্রশিক্ষণ সেশন এবং স্ট্যান্ডার্ড অপারেশনাল পদ্ধতি (এসওপি) তৈরি করা হয়েছে। কারা অধিদফতরের করোনা প্রতিরোধ কার্যক্রমকে এগিয়ে নিতে এপ্রিল ও মে মাসে দেশের ৬৮টি কারাগারে পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এর আগে কারা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের মেডিক্যাল স্ক্রিনিং সক্ষমতা আরও শক্তিশালী করতে ১৩৫টি ইনফ্রারেড থার্মোমিটার হস্তান্তর করা হয়।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা সম্ভাব্য প্রাদুর্ভাব রোধে কারা অধিদফতরের সচেতনতা ও প্রস্তুতি জোরদার করতে আইসিআরসি'র সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানায় আইসিআরসি।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
নীরবতা ভাঙলেন ঐশী
নীরবতা ভাঙলেন ঐশী
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান