X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করতে হবে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৯:০৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৯:০৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে যে প্রত্যয় রয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে। বাঙালি জাতির অস্তিত্বে নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বহুবিধ গুণে গুণান্বিত বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করতে হবে।’

রবিবার (৭ মার্চ) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সামাজিক রাষ্ট্রীয় ঐক্য নিয়ে কাজ করতে হবে। স্বাধীনতার পাঠক নিয়ে অনেক বিনোদন দেখা যাচ্ছে। এক ধরনের তামাশা হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অগ্রযাত্রায় শ্রম ও ঘাম রয়েছে। এই অগ্রযাত্রার পথ সহজ ছিল না।’

অনুষ্ঠানে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, ‘৭ই মার্চের ভাষণের আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। পুলিশের প্রতিটি ইউনিট থেকে ঐতিহাসিক দিনটি উদযাপন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে পুলিশের ইতিহাস অতোপ্রোতভাবে জড়িত। এই অর্জনকে ধরে রাখতে হবে।’

পুলিশ সদর দফতর (অপারেশন্স) অতিরিক্ত আইজিপি মঈনুর রহমান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই দেশ পেতাম না। বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার সব সময় বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ কখনও আফগানিস্তান হবে না। পছন্দ না হলে দেশ ছেড়ে চলে যান। তলাবিহীন ঝুড়ি থেকে দেশ এখন উন্নয়নের মহাসড়কে।’

পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। পুলিশ সদস্যদের ভালো আচরণ করার চেষ্টা করতে হবে।
সোনার দেশ গড়ার পাশাপাশি পুলিশ সদস্যদের সোনার ম্যানেজমেন্ট করার আহ্বান রইলো।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক বড়ুয়া বলেন, ‘বর্তমান করোনাকালীন সময়ে পুলিশ ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছে।’

চিত্রনায়ক আলমগীর বলেন, ‘৭ই মার্চের ভাষণের সময় রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলাম। তখন ছিল আমার ২২ বছর। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না, তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা পেরিয়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের যে অপ্রতিরোধ্য অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা বজায় রাখতে জঙ্গী নিয়ন্ত্রণসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাবে।’

দেশব্যাপী ৬৬১টি থানায় এই উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) কৃষ্ণ পদ রায়। এই সময় উপস্থিত ছিলেন, পুলিশ সদর দফতর, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

/আরটি/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী