X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ১৫:৩৩আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৫:৩৩

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণার মামলায় আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত ‘বিতর্কিত’ নেতা হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীর সাত দিনের রিমান্ড চায় পুলিশ।

বুধবার (৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. আল হেলাল দুই আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

হেলেনা জাহাঙ্গীরের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই দুজনকে গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। মঙ্গলবার (৩ আগস্ট ) ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, হাজেরা খাতুন ২০০৯ সালে কুমিল্লার একটি কলেজ থেকে মাস্টার্স পাস করেন। এরপর তিনি রাজধানীর মিরপুরে হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন একটি পোশাক কারখানায় প্রশাসন বিভাগে চাকরি শুরু করেন। তিনি হেলেনা জাহাঙ্গীরের নিকটাত্মীয়। পাশাপাশি কর্মদক্ষতার কারণে হেলেনা জাহাঙ্গীরের আস্থাভাজন হয়ে ওঠেন হাজেরা। ২০১৬ সালে তিনি জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম হিসেবে যোগ দেন। হাজেরা খাতুন মূলত দুটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমসহ হেলেনা জাহাঙ্গীরের আর্থিক বিষয়াদি দেখভাল করতেন।

তিনি আরও জানান, হাজেরা খাতুন জিজ্ঞাসাবাদে বলেছেন, জয়যাত্রা টিভি ২০১৮ সাল থেকে হংকংয়ের একটি ডাউনলিংকের মাধ্যমে সম্প্রচার হয়ে আসছে। এর ফিকোয়েন্সি হংকং থেকে বরাদ্দ করা হয়েছে। ওই ফ্রিকোয়েন্সির জন্য হংকংকে প্রতি মাসে প্রায় ৬ লাখ টাকা পরিশোধ করতে হয়। অথচ হংকং থেকে বরাদ্দ ফ্রিকোয়েন্সির মাধ্যমে বাংলাদেশে টেলিভিশন চ‌্যানেল সম্প্রচারের অনুমোদন নেই। এই টিভি বাংলাদেশের প্রায় ৫০ জেলায় সম্প্রচার হতো। টিভি চ্যানেলটি রাজধানী ও জেলা পর্যায়ের পাশাপাশি মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলে জনপ্রিয় করার লক্ষ‌্যে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়। প্রত্যন্ত অঞ্চল থেকে অধিক প্রতিনিধি নিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়। জয়যাত্রা টিভির জেলা প্রতিনিধিদের ৩০ থেকে ৫০ হাজার টাকা এবং উপজেলা প্রতিনিধিদের ১০ থেকে ২০ হাজার টাকা ঢাকার প্রধান কার্যালয়ে এককালীন দিতে হতো। এছাড়া প্রতিনিধিদের কাছ থেকে প্রতি মাসে ২ থেকে ৫ হাজার টাকা সংগ্রহ করা হয়ে থাকে। বিশ্বের প্রায় ৩৪টি দেশে জয়যাত্রা টিভি সম্প্রচারিত হতো। এসব দেশে ১ থেকে ৫ লাখ টাকার বিনিময়ে প্রতিনিধি নিয়োগ করা হতো। তারা প্রতি মাসে ২০ থেকে ৫০ হাজার টাকা দিতো। নিয়োগ বাণিজ্য, অর্থ সংগ্রহ ও যাবতীয় হিসাবপত্রের দায়িত্ব ছিল হাজেরা খাতুনের ওপর। হেলেনা জাহাঙ্গীরের পরিকল্পনা, উৎসাহ বা চাপ, নির্দেশনায় জয়যাত্রা টিভির কোনো কোনো প্রতিনিধি নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়েছেন। যেসব বিজ্ঞাপন প্রতিষ্ঠিত গণমাধ্যমে প্রচারিত হতো না সেগুলো জয়যাত্রা টিভিতে প্রচার করা হতো। হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা টিভিকে প্রতিপক্ষকে ঘায়েল করার কাজেও ব্যবহার করতেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে জয়যাত্রা টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচার চালানো হতো। জয়যাত্রা টিভি থেকে চাকরিচ্যুতদের একইভাবে হেনস্থা করা হতো।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘হাজেরা জানিয়েছেন, তারা জয়যাত্রা টিভির বিশাল নেটওয়ার্ক নিয়ে নেতিবাচক উদ্দেশ্য চরিতার্থ করতে একটি পরিকল্পনা তৈরি করেন। মূল মিডিয়া জগতের বিপরীতে তারা একটি সংগঠন তৈরির পরিকল্পনা করেন, যেখানে ৫ হাজার সংবাদকর্মীর একটি বিশাল নেটওয়ার্ক তৈরি হবে। তিনি (হেলেনা) দেশব্যাপী এই নেটওয়ার্ক ব্যবহারের পরিকল্পনা করেন। মাঝেমধ্যে তিনি ঢাকায় কর্মী সমাবেশ করতেন এবং ক্ষেত্র বিশেষে নিজের শোডাউনে তাদের ব্যবহার করতেন।’

জয়যাত্রা ফাউন্ডেশন সম্পর্কে হাজেরা খাতুন র‌্যাবকে জানিয়েছেন, এ ফাউন্ডেশনে ডোনার, জেনারেল মেম্বার, লাইফ টাইম মেম্বার ইত্যাদি ক্যাটাগরিতে অর্থ সংগ্রহ করা হয়। সংগঠনে প্রায় ২০০ জন সদস্য আছে। তাদের কাছ থেকে ২০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। তার সামান্য অর্থই মানবসেবায় ব্যবহার করে জয়যাত্রা টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হতো। অবশিষ্ট অর্থ হেলেনা জাহাঙ্গীরের সন্তানদের নামে সঞ্চয় করা হতো।

সানাউল্ল্যা নুরী জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক ছিলেন। প্রতিনিধিদের কেউ মাসিক চাঁদা দিতে ব্যর্থ হলে বা গড়িমসি করলে তিনি ভয়-ভীতি দেখাতেন। তার নামে চাঁদাবাজি অভিযোগও রয়েছে। তিনি গাজীপুরে পোশাক কারখানায় চাঁদাবাজি করে তার একটি অংশ জয়যাত্রা টিভিতে ব্যয় করতেন।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
সর্বশেষ খবর
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে