X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রজাপতি দেখতে জাহাঙ্গীরনগরে...

সোয়াইব রহমান সজীব
০৩ নভেম্বর ২০১৬, ১৯:৫৬আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ২০:০২
image

'উড়লে আকাশে প্রজাপতিপ্রকৃতি পায় নতুন গতি’এ প্রতিপাদ্যে আগামীকাল ৪ নভেম্বর শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা ২০১৬। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্বশাখার আয়োজনে সপ্তমবারের মত বসছে এ মেলা। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে।

প্রজাপতি

বুধবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন তুহিন।

তিনি বলেন, ‘প্রজাপতি টিকে থাকলে গাছপালা বাঁচবে। আর গাছপালা বাঁচলে পরিবেশ বাঁচবে। তাই সর্বোপরি পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রজাপতি মেলার আয়োজন।’

এবারের মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের খুঁজে পাওয়া নতুন প্রজাতির এক পতঙ্গ উম্মোচন।

মেলায় দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে থাকছেউদ্বোধনী অনুষ্ঠান ও প্রজাপতিবিষয়ক পুরস্কার প্রদানবর্ণাঢ্য র‌্যালিপ্রজাপতি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য),প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী,প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা,প্রজাপতির হাট দর্শন,অরিগামি প্রজাপতি,প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন,বারোয়ারি বিতর্ক (প্রজাপতি ও ইকো ট্যুরিজম),প্রজাপতি চেনা প্রতিযোগিতা,প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রজাপতি চেনা ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদেরকে মেলার দিন সকাল সাড়ে নয়টার মধ্যে স্পট রেজিস্ট্রেশন করতে হবে।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলামজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন,কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের,জীববিজ্ঞান অনুষদের ডীন ড. আব্দুল জব্বার হাওলাদার,প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং বাংলাদেশ বন বিভাগের বন সংরক্ষক অসিত রঞ্জন পাল প্রমুখ।

জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক মনোয়ার হোসেন। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন খানকে ‘ইয়াং বাটারফ্লাই এনথুজিয়াস্ট’ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

মেলার স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সহযোগি সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন,আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) ও বাংলাদেশ বন বিভাগ।  

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!