X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘নৌকা করে ঘুরে দেখো বাংলাদেশ’

শেরিফ আল সায়ার
১৭ নভেম্বর ২০১৬, ১৭:৪৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৭:৫৮

ইগনাইট পাবলিকেশন্সের বই ইগনাইট পাবলিকেশন্সের একটি বই হাতে নিয়ে দেখা গেল নৌকায় ভ্রমণ করা যায় জাফলং, সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, পাবনা, সিরাজগঞ্জসহ পুরো বাংলাদেশ। বিশেষ করে সেসব জায়গার ঐতিহাসিক স্থানগুলো জলছাপে উঠে এসেছে। যেকোনও শিশু হাতে নিলে, বইয়েই প্রশ্ন আছে—পাবনায় কী দেখলে তুমি? উত্তরেই আছে ছবিসহ—ওখানে ছিল কাশফুল, ওরা আমার দিকে তাকিয়ে হাসছিল।

শিশু মনকে খুব সহজে নাড়া দেবে এই বইটি। বইটি ইংরেজিতে লিখিত। নাম ‘আওয়ার বোট রাইট থ্রো বাংলাদেশ’। যখন বাজারে শিশুদের বইয়ের অভাব ঠিক, তখনই ইগনাইট পাবলিকেশন শিশুদের জন্য চমৎকার সব বই নিয়ে হাজির হয়েছে রাজধানীর বাংলা একাডেমিতে চলমান ঢাকা লিট ফেস্টে।

আরও আছে সংখ্যা নিয়ে খেলার বই। এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাকে মনে রাখার মতো করেই বইটি লিখিত। বইয়ের নাম ‘এসো ১ ২ ৩ চিনি’, বইটি হাতে নিলে যেকোনও শিশুই খেলতে খেলতে শিখে ফেলবে সংখ্যা। 

অসাধারণ কনটেন্টের সমন্বয়ে ছবিসহ এই বইগুলো নিয়ে কথা হলো ইগনাইট পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুদের জন্য লিখিত প্রচুর বই আছে বাজারে কিন্তু ভালো বইয়ের অভাব। সেই অভাব পূরণ করতেই আমাদের এই প্রয়াস।’

শিশুদের কোন কনটেন্টগুলো আকর্ষণ বাড়াবে, সেসব বিষয় নিয়ে গবেষণা করেই এ ধরনের বই করা হচ্ছে? এমন প্রশ্নে জবাবে সৈয়দা মাদিহা মুরশেদ এক বাক্যেই বললেন, ‘অবশ্যই গবেষণা করেই বইয়ের কনটেন্ট ঠিক করা হয়।’ তিনি আরও জানালেন, ‘যেকোনও শিশুরাই শুধু লেখা দেখে আকর্ষণ পায় না, সেখানে সুন্দর অর্থবহ ছবি তাদের আকর্ষণ করে বেশি। ছবি দেখেই তারা অনেক কিছু শিখে যেতে পারে। আমরা সেভাবেই চেষ্টা করেছি।’

ইগনাইট পাবলিকেশন্স কি শুধু পাঠ্য বইয়ের বাইরের বই প্রকাশ করে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না। আমরা একাডেমিক বইও প্রকাশ করে থাকি।’

ইগনাইট পাবলিকেশন্সের আরও কয়টি বই নিয়ে আলোচনা করা যেতে পারে। যেমন, ‘ছড়ায় ছড়ায় আনন্দ’। বইটিতে শিশুদের জন্য জনপ্রিয় ছড়াগুলো রয়েছে। তবে একটু ভিন্নভাবে। যেমন, ‘হাট্টিমা টিম টিম’ ছড়াটি শেষ হলে নিচে মেধা বিকাশের দু’টি প্রশ্নও রয়েছে। যেমন: ‘খুঁজে বের করি কাদের শিং নেই’। দ্বিতীয় প্রশ্নটি হলো: ‘কাদের মাখায় খাড়া দুটো শিং?’

এ প্রশ্নগুলো নিঃসন্দেহে শিশুরা খুঁজে বের করবে। ছবির ভেতর মনোযোগ দেবে। বইটি সংকলন করেছেন ফাতেমা তুজ জোহরা। সম্পাদনা করেছেন নাজনীন এফ রহমান। চমৎকার অলঙ্করণ করেছেন তাইফুর বায়জীদ আখন্দ।

গল্পের সঙ্গে মিলিয়ে ছবিসহ প্রকাশিত আরেকটি বই ‘হাঁসের পায়ে ঘুড়ি’। নাজিয়া জাবীনের রচনায়, বিপ্লব চক্রবর্তীর চিত্রায়ণে ও মুহাম্মদ আবু কায়ছারের অলঙ্করণে প্রকাশিত বইটি ভিন্ন স্বাদ দেবে শিশুদের।

ইগনাইট পাবলিকেশন্সের কর্মীরা জানালেন, তাদের বই পাওয়া যাবে আড়ং, কিডস অ্যান্ড মমস, দ্য বেবি শপ এবং মি অ্যান্ড মোমের আউটলেটগুলোয়।  একাডেমিক বইগুলো পাওয়া যাবে সামিয়া পাবলিকেশন্সে। এছাড়া সুপারশপ মীনা বাজারেও পাওয়া যাবে।        

এবছর ৬ষ্ঠ বারের মতো ঢাকা লিট ফেস্টে ইগনাইট পাবলিকেশন্সের বইগুলো অভিভাবকদের নজরে আসবে অবশ্যই। ঘরের শিশুদের হাতে এমন বই গেলে মেধা বিকাশে সহায়ক হবে। পাশাপাশি শৈশবকে রঙিন করে তুলতে পারবে বইগুলো। এখানে যে শুধু বাংলা বই আছে তা নয়, রয়েছে ইংরেজি বইও। বইগুলোর মূল্যও খুব বেশি নয়, সাধ্যের মধ্যেই রয়েছে।

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ