X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত চারুকলা

সাদ্দিফ অভি
০৮ এপ্রিল ২০১৭, ১৫:৩৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৫:৫৪

  বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত চারুকলা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। বর্ণিল এই রঙের মেলা আয়োজনে চলছে না না প্রস্ততি। তবে এবারের আয়োজন অন্যবারের থেকে একটু ভিন্ন। প্রতিবারের শোভাযাত্রায় ভিন্নতা থাকলেও এবারের মুখ্য কারণ ইউনেস্কোর স্বীকৃতি।  

আশি’র দশক হতে শুরু হওয়া ঐতিহ্যের এই যাত্রাকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনক্রমে ২০১৬ সালের ৩০ নভেম্বর ‘‘মঙ্গলশোভাযাত্রা’’ বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা বা ইনট্যানজিবল সাংস্কৃতিক ঐতিহ‌্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার কারণ হল এই শোভাযাত্রা অশুভকে দূর করা, সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংস্কৃতির প্রতীক। এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালির ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিগত সব ধরনের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়।

বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত চারুকলা

প্রাণের এ উৎসবকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্ততি। চারুকলার শিক্ষার্থীরা এখন ব্যস্ত নানা শিল্পকর্মে। কেউ বানাচ্ছে মাটির তৈরি অশুভ শক্তির প্রতীকী মুখোশ, কেউ কাগজ কেটে তৈরি করছে পেঁচার প্রতিকৃতি, কেউ বানাচ্ছেন হাতি আর কেউ করছেন তাতে রং। আবার কেউ কেউ চারুকলার খোলা জায়গায় কাঠের বৃহৎ প্রতিকৃতির কাজে লেগে আছেন।

এবারের শোভাযাত্রার কাজ করছে চারুকলার ১৮ এবং ১৯তম ব্যাচ। দুই ব্যাচেরই শিক্ষার্থীরা তাদের শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থীদের নির্দেশনা ও উপদেশ অনুযায়ী কাজ করছেন। ১৯তম ব্যাচের মুক্তা খানের সাথে কথা বলে জানা যায় তাদের কাজ মূলত শোভাযাত্রা পালন করেই শেষ হবে। কাগজ দিয়ে হাতে ধরার মত এবং ঝুলানোর মত বিভিন্ন প্রতিকৃতি বানাচ্ছেন তারা।

‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’রবীন্দ্রনাথ ঠাকুরের এই বন্দনাকে ঘিরে এবারের আয়োজন। একদিকে আনন্দ উদযাপন এবং একই সাথে সকলের কাছে বার্তা পৌঁছানোর লক্ষ্যে এই প্রতিবাদ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান মঙ্গল শোভাযাত্রার অন্যতম উদ্যোক্তা এবং চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, “ইউনেস্কোর স্বীকৃতি সকলের অর্জন, তাই গত ২৭ বছরে এর সাথে যারা জড়িত সকলকে নিয়ে এবারের শোভাযাত্রা আয়োজনের চেষ্টা করছি।”

বর্ষবরণের প্রস্তুতিতে ব্যস্ত চারুকলা

চারুকলার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার সরকারি বাধ্যবাধকতাকে সাধুবাদ জানিয়ে নিসার হোসেন বলেন, “আমি ব্যাক্তিগতভাবে চাইবো যেটা ভালো কাজ সেটা সবাই করুক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শোভাযাত্রা করতে পারলে আমরা অবশ্যই চাইবো অন্যরাও করুক। আমরা শুরু থেকেই চাইছিলাম এইটা বিভিন্ন জেলায় হোক, গোটা দেশে হোক। বাইরে এখন অনেক দেশেই হচ্ছে। আমাদের দেখে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার শোভাযাত্রা করবে। আমাদের এখান থেকে তিনজন শিল্পীও যাচ্ছেন তাদের সাহায্য করতে। এটা এখন একটা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। সুতরাং সবারই করা উচিত বলে আমি মনে করি।”

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী