X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে কায়াকিং: হয়ে যান একদিনের মাঝি!

নওরিন আক্তার
২৬ এপ্রিল ২০১৭, ১৭:৩২আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৮:০৯
image

লুসাই পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে শান্ত কর্ণফুলী নদী। প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিকেলের মৃদুমন্দ বাতাসে কর্ণফুলীর স্বচ্ছ জলে নিজেই যদি চালাতে পারেন ছোট্ট একটি নৌকা, তবে কেমন হয়? প্রাকৃতিক সৌন্দর্যকে সঙ্গে নিয়ে ইচ্ছেমতো নৌকা চালানোর শখ পূরণ করতে পারেন এবার খুব সহজেই। বাংলাদেশে প্রথমবারের মতো কায়াকিং করার সুযোগ নিয়ে এসেছে কায়াকিং অ্যাডভেঞ্চার বাংলাদেশ এর কাপ্তাই কায়েক ক্লাব।

কর্ণফুলীতে কায়াকিং
কায়াকিং অ্যাডভেঞ্চার বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ রানার সঙ্গে কথা হলো। জানালেন কায়াকিং এর মূল আয়ডিয়া ছিল মেরিন ইঞ্জিনিয়ার বন্ধু আল আমিন পাভেলের। তাকে সঙ্গে নিয়ে এই বছরের ফেব্রুয়ারিতে শুরু করেছেন কাপ্তাই কায়াক ক্লাবের কার্যক্রম। সাধারণ মানুষকে কায়াকিং সম্পর্কে জানানোই এই ক্লাবের মূল উদ্দেশ্য বলে জানালেন রানা। শুরুতে কায়াক বিক্রি করার ইচ্ছা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই পরিকল্পনা আর বাস্তবায়ন করা হয়ে ওঠেনি। তবে কাপ্তাইয়ে কায়াকিং শুরু করার পর আগ্রহীদের অসাধারণ সাড়ায় মুগ্ধ হয়েছেন বলে জানালেন তিনি।

কৌশল একবার রপ্ত করতে পারলেই আর বেগ পেতে হবে না
‘কায়াকিং আসলে কী’ সেটা বোঝানোর জন্য শুরুতে একদম ফ্রি কায়াকিংয়ের ব্যবস্থা করেছিল কাপ্তাই কায়াক ক্লাব। হালকা কিন্তু ব্যাল্যান্সেড নৌকায় কায়াক ক্লাবের নিজস্ব লাইফজ্যাকেট পরে উঠলে আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে বৈঠা। ব্যস! এবার আপনি নিজেই মাঝি! ইচ্ছেমতো ঘুরতে পারবেন সবুজ পাহাড় দেখতে দেখতে। কায়াক চালাতে বেগ পেতে হয় না একেবারেই। কেবল নৌকা ডানে ও বামে নেওয়ার কৌশল রপ্ত করলেই নির্ভেজাল আনন্দে ঘুরতে পারবেন কর্ণফুলীর বুক জুড়ে।

এরকম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে কর্ণফুলীতে কায়াকিং করতে পারবেন
বর্তমানে ৮টি কায়াক রয়েছে এখানে। তবে সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখে আরও কায়াক নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। সপ্তাহে ৭ দিনই কায়াকিংয়ের ব্যবস্থা থাকছে। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত দুইজন করে ঘুরতে পারবেন কর্ণফুলী নদীতে। এজন্য প্রতি ঘণ্টায় গুণতে হবে ৩০০ টাকা। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

হয়ে যান একদিনের মাঝি!
তবে রানা অসন্তোষ প্রকাশ করলেন কায়াকিং করতে আসা আগ্রহীদের সচেতনতা নিয়ে। অনেকেই মাঝ নদীতে লাইফজ্যাকেট খুলে ফেলেন। কেউ কেউ আবার উৎসাহের আতিশায্যে যেকোনও জায়গায় কায়াক ভিড়িয়ে মেতে ওঠেন সেলফি তোলায়। এ ধরনের আচরণ প্রতিহত করার জন্য জরিমানার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন রানা। নদীর ডান দিকে যাওয়া যাবে না এবং ফ্ল্যাগের ভেতরে থাকতে হবে- এসব নিয়ম ভাঙলেও থাকছে জরিমানার ব্যবস্থা।

ইচ্ছেমতো নৌকা চালাতে পারবেন কর্ণফুলীতে
সময় ও সুযোগ করে কাপ্তাই গিয়ে একদিনের মাঝি হয়ে যেতে পারেন আপনিও!  

ছবি কৃতজ্ঞতা: ওয়াইল্ড অ্যাডভেঞ্চার 

/এনএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়