X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১
৩ পেরিয়ে বাংলা ট্রিবিউন

'বর্তমান তরুণদের উদ্যম আমাদের চেয়েও বেশি'

লাইফস্টাইল রিপোর্ট
১৩ মে ২০১৭, ১২:৩০আপডেট : ১৩ মে ২০১৭, ১৫:০৮
image

তরুণদের কাছে জনপ্রিয় ব্র্যান্ড ‘ক্যাটস আই’। কথা হলো ক্যাটস আই-এর প্রতিষ্ঠাতা সাঈদ সিদ্দিকী রুমির সঙ্গে। কবে শুরু হয়েছিল ক্যাটস আই? এমন প্রশ্নের উত্তরে ঠাট্টা করেই বললেন, হাজার হাজার বছর আগে পৌরাণিক আমলে জন্ম হয়েছিল ক্যাটস আইয়ের! ‘১৯৮০ সালের কথা সেটা। তখন কানাডায় চাকরি করতাম। স্বপ্ন দেখলাম নিজস্ব কিছু একটা করার। এই স্বপ্ন নিয়েই দেশে ফিরে আসি। মূলত স্ত্রীর উদ্যোগেই ২০০ স্কয়ার ফিটেরও কম জায়গায় দোকান নিয়ে শুরু হয় ক্যাটস আই-এর কার্যক্রম।

ক্যাটস আই বাংলাদেশে প্রথমবারের মত প্রদর্শনীর মাধ্যমে পোশাক বিক্রি শুরু করে

তখন ক্যাশ কাউন্টারের পেছন থেকে পণ্য বিক্রির রীতি প্রচলিত ছিল। ক্রেতার পছন্দ অনুযায়ী বিক্রেতা পোশাক নামিয়ে ভাঁজ খুলে দেখাতেন। এই ধারণা থেকে বের হয়ে ক্যাটস আই প্রথমবারের মতো পণ্য প্রদর্শনের মাধ্যমে বিক্রি শুরু করে। এতে ক্রেতারা পোশাক নেড়েচেড়ে পছন্দ হলে তারপর কিনতে পারতেন। এর ফলে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ থাকতো। ‘এই কনসেপ্ট মানুষ এত বেশি পছন্দ করলো যে, একদম প্রথম দিন থেকেই ভাসতে শুরু করলাম প্রশংসার সাগরে। ক্রেতারা আন্তরিকভাবে গ্রহণ করলো ক্যাটস আইকে। অহংকার করে বলতে পারি একটা কথা। একদম প্রথম দিন থেকেই আমাদের ঠোঙ্গার মধ্যে লেখা ছিল ‘মেড ইন বাংলাদেশ’। একটা গর্ব ছিল এই লেখায়। আজও আমরা একইভাবে এই গর্ব ধরে রেখেছি- বলেন রুমি। 

আশির দশকেই  ব্র্যান্ডে পরিণত হয়েছিল ক্যাটস আই। রুমি মনে করেন, একটি ব্র্যান্ড প্রতিষ্ঠিত হওয়া মানে অনেক কিছু। এটি থেকে অনুপ্রাণিত হয়ে আরও প্রচুর মানুষ এগিয়ে আসে এবং আমি খুব গর্ব করে বলতে পারি, ব্যাপারটা হয়েছেও তাই। এখন কত ব্র্যান্ড! ভিন্ন ভিন্ন ডিজাইনের পণ্য। খুব ভালো লাগে ব্যাপারটা- জানান রুমি।

সাঈদ সিদ্দিকী রুমি

সেই সময়ের পথচলার কথা জানতে চাইলে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। জানান, ‘এতগুলো বছর পাড়ি দিয়েছে ক্যাটস আই যে, শুরুর দিকের অনেক স্মৃতিই ঝাপসা হয়ে আসে। তবে কিছু মানুষের চেহারা এখনও চোখের সামনে দেখতে পাই। এর মধ্যে একজন গাফফার ভাই। উনি আমার প্রথম ক্রেতা ছিলেন। উনি থেকে শুরু করে এই প্রজন্মের সব ক্রেতার কাছেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
একদম প্রথম দিন থেকে ভালোবাসা পেয়েছে ক্যাটস আই। এ প্রজন্মের তরুণরাও ক্যাটস আইকে ভালোবেসে নিজের ব্র্যান্ড বলেই মনে করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রুমি। এ প্রজন্মের তরুণদের কথা বিশেষভাবে উল্লেখ করলেন তিনি। ‘মডেল হোক কিংবা ক্রেতা, তাদেরকে ক্যাটস আই পরিবার বলেই আমি মনে করি। তাদের চিন্তাভাবনা, ডেডিকেশন- সবকিছু চমৎকার।
‘আমার মনে হয় বর্তমান তরুণদের উদ্যম আমাদের থেকেও বেশি। যা খুবই আশাব্যঞ্জক’- বলেন ক্যাটস আইয়ের এই প্রতিষ্ঠাতা।   

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার