X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শাঁখা কিনতে শাঁখারিবাজারে

মোহাম্মদ পারভেজ
১০ জুলাই ২০১৭, ১৭:০৫আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৭:৩১
image

সামুদ্রিক শঙ্খ থেকে তৈরি এবং হিন্দু ধর্মীয় বৈবাহিক রীতির একটি অপরিহার্য অলঙ্কার শাঁখা। হাতের বালার মতো এই অলঙ্কার বিবাহিত হিন্দুধর্মালম্বী নারীরা বেশি ব্যবহার করেন। আর এই শাঁখার খোঁজে গিয়েছিলাম রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর ও নবাবপুরের রোডের সংযোগস্থলে অবস্থিত শাঁখারিবাজারে। শাঁখা বিক্রেতা ও শাঁখার কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে ১২০ টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় শাঁখা।

শাঁখারিবাজারের শাখা

রবিবার শাঁখারিবাজারের স্মৃতি ভাণ্ডারের মালিক সুজিত নাগ বলেন, ‘একজোড়া শাঁখা ১২০ থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। সাধারণ শাঁখার মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে এই দাম নির্ধারণ করা হয়। আর শঙ্খ ৫০০ টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত হয় দাম।’ তিনি জানান, পূজা উপলক্ষে শাঁখা বেশি বিক্রি হয়। এখন একটু কম বিক্রি হচ্ছে। শাঁখারি বাজারের সুর ব্রাদার্সের বিক্রয়কর্মী বলেন, ‘এখন ভারত থেকে শাঁখা নিয়ে আসা হয়। এ কারণে শাঁখার দাম কম। তবে শাঁখাতে যখন স্বর্ণ দিয়ে কাজ করা হয় তখন দাম বেড়ে যায়।’ শাঁখারিবাজারে শাঁখা কিনতে আসা গণমাধ্যমকর্মী বনী জওসোয়াল পান্ডে বলেন, ‘শাঁখা সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহামূল্যবান। আমাদের ধর্মের বিবাহিত নারীদের হাতে শাঁখা থাকবেই। তবে ইদানিং অনেকেই শাঁখা সবসময় পরেন না। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা, সামজিক ও মাঙ্গলিকসহ যেকোনও শুভ অনুষ্ঠান শঙ্খের ধ্বনি ছাড়া হয় না বললেই চলে। শঙ্খ ধ্বনি ছাড়া যে কোনও পূজাই অসমাপ্ত। শঙ্খ ধ্বনি আমাদের কাছে পবিত্র।’

শাঁখা তৈরির কাজ চলছে

তবে শাঁখারিবাজারের ভেতর শাঁখারি কারিগরদের সমিতি ‘শাঁখারি বাজার শঙ্খ শিল্প কারিগরি সমিতি’র কারিগরদের সঙ্গে কথা বলে ভারত থেকে শাঁখা আসার তথ্য ও শঙ্খের সংকটের কথা সত্যতা পাওয়া যায়। একই সঙ্গে শাঁখা তৈরির কারিগরের বর্তমান অবস্থা, কারিগরের সংকট এবং কেন কারিগররা অন্য পেশায় ঝুঁকছে সে সম্পর্কে তথ্য পাওয়া যায়। রবিবার সন্ধ্যায় ওই সমিতির কার্যালয় ও কারখানায় গিয়ে দেখা যায় হাতে গোনা কয়েকজন শাঁখা তৈরির কাজ করছেন।

শঙ্খও মিলবে এখানে

স্বপন কারিগর নামের একজন জানান, এখন ভারত থেকে শাঁখা চলে আসছে তাই আমাদের এখানে শাঁখা তৈরির কাজ কমে গেছে। আর ভারত থেকে আনা এই শাঁখার দাম খুব কম। এ কারণে আমাদের এখানের কারিগররা অন্য পেশায় ঝুঁকছেন। এছাড়া এ কাজের পারিশ্রমিক কম হওয়া কারিগররা অন্য পেশায় চলে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি। কাজ কম থাকায় সারাদিন মাত্র ৩শ টাকার কাজ করেছেন বলে জানান স্বপন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু