X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষ মুহূর্তে ফ্রিজ কেনা

আজরাফ আল মূতী
৩১ আগস্ট ২০১৭, ১৭:৪৯আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৭:৫০

শেষ মুহূর্তে ফ্রিজ কেনা ঈদের আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তের কেনাকাটার তালিকায় অনেকেই ফ্রিজ রেখেছেন। বিশেষ মূল্যছাড় ও উপহারে বিক্রি হচ্ছে নানা ধরনের ফ্রিজ। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, এবারের ইদের বাজারের ফ্রিজের বিশেষ মূল্যছাড়, উপহার ও বাজারদর সম্পর্কে-

স্যামসাং: স্যামসাংয়ে প্রতিটি ফ্রিজের সঙ্গে পাওয়া যাচ্ছে একটি করে কুপন। কুপনের মাধ্যমে ৫৫ ইঞ্চি কার্ভড এলইডি টিভি জেতার সুযোগের পাশাপাশি রয়েছে বিভিন্ন ফ্রিজের মডেলভেদে ৫০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। আর মেগা গিফট হিসেবে থাকছে মিশর ট্রিপ। সর্বনিম্ন ৩৯,৯০০ মূল্যের আরটি ফ্রিজ থেকে শুরু করে সর্বোচ্চ ১,২৪,৯০০ মূল্যের আরটি ফ্রিজ নিয়ে এসেছে স্যামসাং। আর ৪২,৯০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে স্যামসাং আরবি ফ্রিজ। অন্যদিকে ১,৪৯,৯০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১,৯৮,৯০০ পর্যন্ত পাওয়া যাচ্ছে আরএস ফ্রিজ। এ ছাড়াও ২,৯৪,৯০০ মূল্যে  আরএফ ফ্রিজ এবং ৩,২৫,০০০ মূল্যে স্যামসাংয়ের আরএইচ ফ্রিজ কেনার সুযোগ রয়েছে। সবমিলিয়ে মোট ২৬টি মডেলের ফ্রিজ বিক্রি হচ্ছে স্যামসাং আউটলেটগুলোতে। প্রতিটি ফ্রিজে ১০ বছরের ওয়ারেন্টি দিচ্ছে স্যামসাং।

হিটাচি:  ঈদ সামনে রেখে ফ্রিজে পাঁচ শতাংশ পর্যন্ত জিপিস্টার মূল্যছাড় এবংক্রেতাদের ফ্রি টি-শার্ট দিচ্ছে হিটাচি। সবমিলিয়ে মোট ২১টি মডেলের ফ্রিজ বিক্রি হচ্ছে হিটাচি আউটলেটগুলোতে। ২২৩ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন আর-এইচ ফ্রিজের বিক্রয়মূল্য ধরা হয়েছে ৫১,৭০০ টাকা। এ ছাড়াও সর্বোচ্চ ১,৩০,০০০ টাকা মূল্যে আর-ডব্লিইউবি মডেলের ফ্রিজ (৪৫৬ লিটার), ১,১৪,০০০ টাকায় আর-ভি ফ্রিজ (৪৮৯ লিটার) এবং ৬৫১ লিটার ধারণক্ষমতার আর-এম ফ্রিজ বিক্রি হচ্ছে ৩,৬৫,০০০ টাকায়। অন্যদিকে হিটাচি আর-ভিজি মডেলের (৬০১ লিটার) ফ্রিজের দাম পড়ছে ১,৩৫,০০০ টাকা। আর নিজেদের যেকোনো মডেলের ফ্রিজে ১০ বছরের ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে হিটাচি।

ট্রান্সটেক: ৮ বছরের ওয়ারেন্টি সুবিধায় মোট ১৯ টি মডেলের ফ্রিজ পাওয়া যাচ্ছে ট্রান্সটেক আউটলেটগুলোতে। এই ঈদে ট্রান্সটেক ফ্রিজের ক্রেতাদের দেওয়া হচ্ছে ফ্রি টি-শার্ট ও পাঁচ শতাংশ জিপিস্টার মূল্যছাড়। ট্রান্সটেক ফ্রিজার পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ১৯,৯৯০ (১০০ লিটার) থেকে শুরু করে সর্বোচ্চ ৩৯,৯০০ টাকায় (৩৭০ লিটার)। অন্যদিকে ট্রান্সটেক রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ২৬,৯৯০ (১৭১ লিটার) থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫,৯৯০ (২৩৯ লিটার) পর্যন্ত। আর ট্রান্সটেকের ২৬০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন রেফ্রিজারেটরের বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩৪,৫০০ টাকা।

হুয়ার্পুল: এবারের ইদে ১০ বছরের ওয়ারেন্টি সুবিধসহ মোট ৮টি মডেলের ফ্রিজ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। সর্বনিম্ন ৩৩,০০০ (১৮০ লিটার) থেকে শুরু করে সর্বোচ্চ ৩১৫ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ফ্রিজার বিক্রি হচ্ছে ৬৬,৫০০ টাকায়। অন্যদিকে সর্বনিম্ন ২৪৫ লিটার ধারণ ক্ষমতার রেফ্রিজারেটরের বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩৯,৫০০। আর সর্বোচ্চ ৫৪,৫০০ টাকায় ৩৬০ লিটার ধারণক্ষমতার রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে আউটলেটগুলোতে। ইদ ক্রেতাদের জন্য ফ্রি ছাতা ও ১০% পর্যন্ত জিপিস্টার মূল্যছাড়ের ব্যবস্থা করেছে হুয়ার্পু

এছাড়া দেশি ব্র্যান্ড ওয়াল্টন, যমুনা সবাই দিচ্ছে বিশেষ মূল্যছাড় ও নানা উপহার।      

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ