X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সপ্তমীতে মণ্ডপে ভিড়

সাদ্দিফ অভি
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০২

সপ্তমীতে মণ্ডপে ভিড় অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী। শাস্ত্রমতে মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (ষোল উপাদানে) দেবীর পূজা হবে। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। একই সঙ্গে দেবীকে আসন,বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা। এসময় পূজারীরা মায়ের সামনে বসে মায়ের মুখ দর্শন করবেন।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। সকালে সাড়ে ৮টার দিকে পূজারিরা পূজা শুরু করেন। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা অর্চনা করা হচ্ছে। এছাড়াও দিনব্যাপী চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা চলবে বলে জানান সর্বজনীন পূজা আয়োজকরা।

সকাল থেকে বৃষ্টির কারণে ভক্তদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সঙ্গে তা বাড়ছে। ঢাকেশ্বরী মন্দির, রমনা কালীমন্দির, জগন্নাথ হলসহ প্রায় সকল পূজামণ্ডপ সেজেছে নানা রঙে। ঝলমলে আলোকসজ্জার পাশাপাশি দেবীকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে।

এবারের পূজার সার্বিক ব্যবস্থা এবং আয়োজন নিয়ে যথেষ্ট আশাবাদী মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শ্যামল রায়। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘পূজার সার্বিক আয়োজন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণে লোকবল রয়েছে। এর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে সার্বক্ষণিক’। সপ্তমীতে মণ্ডপে ভিড় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারি কমিশনার কাজী হানিফুল ইসলাম জানান, পূজা মণ্ডপ এবং তার আশপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা রয়েছে। একজনও তল্লাশি ছাড়া প্রবেশের কোন সুযোগ নাই’। এদিকে, বিকাল ৪টায় ঢাকেশ্বরী মন্দিরে পূজা দেখতে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেজন্য বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে ঢাকেশ্বরী মন্দির।

সারাদেশে এবার ৩০ হাজার ৭৭টি মণ্ডপে পূজা রয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ২৯ হাজার ৩৯৫ টি। রাজধানী ঢাকাসহ সারাদেশের পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনি নির্মাণ, পূজা মণ্ডপে নারী ও পুরুষের আসা এবং বের হেওয়ার আলাদা পথ, পরিচয় কার্ডধারী নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে ২৪ ঘণ্টা তদারকি/পাহারার ব্যবস্থা করার করা হয়েছে। ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

এছাড়াও কোনোরকম আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরতি থাকা এবং ৩০ সেপ্টেম্বর রাত ১০ টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন এবং ভক্তিমূলক সংগীত ব্যতীত অন্য সংগীত বাজানো থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি