X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

উবারের নারীবান্ধব যত সেবা

লাইফস্টাইল ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪১

উবারের নারীবান্ধব যত সেবা অ্যাকশন এইডের একটি জরিপ অনুযায়ী, দেশের ৪৭ শতাংশ নারী রাস্তায় বা গণপরিবহনে চলাচলের সময় নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন। গণপরিবহনে মহিলাদের জন্য বরাদ্দ আসনগুলো যেমন যৎসামান্য তেমনি বেশিরভাগ সময়ই কিছু পুরুষ কখনও জেনে আবার কখনও না জেনে সেগুলো দখল করে রাখেন। তাছাড়া যেভাবে গণপরিবহনগুলো চলাচল করে তা নারীদের জন্য একেবারেই বন্ধুসুলভ না। অতিরিক্ত মানুষের ভিড়, ধাক্কাধাক্কি আর চলন্ত গাড়িতে উঠানো বা নামানোর মতো বিপদজনক ব্যবস্থা মহিলাদের গণপরিবহন বিমুখ করে তুলেছে।

তাই উবার দাবি করছে, তারা এমন সব পরিবর্তন এনেছে তাদের সেবায় যা যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ এবং আরামদায়ক করে তুলবে।

যেসব কারণে মহিলারা উবার পছন্দ করবেন:

অন-ডিমান্ড ট্রান্সপোর্টেশন: মাত্র একবার বাটনে চাপ দেওয়ার মাধ্যমে যেকোনও সময়, যেকোনও স্থানে রাইডারদের নিরাপদ, নির্ভরযোগ্য, সুবিধাজনক ও আরামদায়ক ভ্রমণের মান নিশ্চিত হয়। ২৪ ঘণ্টা চালু থাকার কারণে গণপরিবহনের বিকল্প হিসেবে উবার অত্যন্ত উপযোগী একটি মাধ্যম।

সেফটি ফিচার: নারীরা উবারের মাধ্যমে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারেন। ‘শেয়ার স্ট্যাটাস’, ‘লাইভ জিপিএস ট্র্যাকিং’, ‘ভেরিফাইড পার্টনার’ এবং ‘টু-ওয়ে ফিডব্যক’ সুবিধা থাকছে উবার অ্যাপে।

গণপরিবহনের বিকল্প: রাইডশেয়ারিং সার্ভিস নারীদের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সামর্থ্য অনুযায়ী ‘উবার এক্স’, ‘উবার প্রিমিয়ার’ এবং ‘উবারমটো’ নামে উবারের তিন ধরনের সার্ভিস ঢাকায় চালু আছে।

উবারের সেফটি ফিচার:

ভেরিফাইড ড্রাইভার: সকল কাগজপত্র যাচাই-বাছাই করে তবেই ড্রাইভার পার্টনার নিয়োগ দেওয়া হয়।

জিপিএস ট্র্যাকড ট্রিপ: যাতায়াত করার সময় রাইডার ‘রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিং’ সুবিধার মাধ্যমে কোন দিক দিয়ে যাচ্ছেন সেটা লক্ষ্য রাখতে পারবেন।

শেয়ার স্ট্যাটাস: ‘শেয়ারিং স্ট্যাটাস’ সুবিধার মাধ্যমে যাত্রাপথের বর্ণনা যেমন, গাড়ির তথ্য, ড্রাইভারের নাম ও রেটিং ইত্যাদি নিজের আপনজনদের সঙ্গে শেয়ার করতে পারবেন।

টু-ওয়ে ফিডব্যাক: টু-ওয়ে রেটিং ব্যবস্থা রাইডার এবং ড্রাইভার পার্টনারদের একে অপরের সাথে ভালো ব্যবহার ও সন্মান প্রদর্শন করতে উদ্বুদ্ধ করে।

জাতীয় হেল্পলাইন ৯৯৯: উবার তার অ্যাপে নতুন এক ফিচার যোগ করেছে যার মাধ্যমে সরাসরি জাতীয় হেলপলাইন সার্ভিস নাম্বার ৯৯৯ –এ কল করা যাবে। এর মাধ্যমে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সরকারি এজেন্টদের যেকোনও সময় কাছে পাওয়া যাবে।

অ্যাপের মধ্যকার হেলপ সেকশন: রাইডাররা অ্যাপের ‘পাস্ট ট্রিপ সেকশন’ –এ যেয়ে পূর্বের রাইড সম্বন্ধে ফিডব্যাক দিতে পারবেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র