X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রং ছড়িয়ে পর্দা নামলো রাঙতা মেলার

হাসনাত নাঈম
০৮ এপ্রিল ২০১৮, ১৪:৫৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৮:১৭
image

নববর্ষকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও আয়োজিত হয়েছিল দেশি উদ্যোক্তাদের মেলা ‘রাঙতা।’ বাংলাভাষী নারীদের নেটওর্য়াক ‘মেয়ে’র আয়োজনে ধানমন্ডির মাইডাস সেন্টারে ৬ ও ৭ এপ্রিল চলে এই মেলা। শেষ দিনের মেলায় ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।

রং ছড়িয়ে পর্দা নামলো রাঙতা মেলার
পঞ্চমবারের মতো আয়োজিত এ মেলায় ৪৪টি স্টলে অংশগ্রহণ করে ৫৫ উদ্যোক্তা। আয়নাঘর, ব্যাড হ্যাবিট, বেগুনি প্রজাপতি, বিজেন্স, বইয়ের জাহাজ, বোকা বাক্স, ঈহা, ফৌজি, গাঁথা, গুটিপোকা, কইন্যা, লাল কাজল, পটের বিবি, মিঠাই মণ্ডা, রসুইঘরসহ আরও বেশ কয়েকটি অনলাইন শপের স্টলে ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। নতুন-পুরাতন বই, গাছ, হরেক রকম খাবার, মসলা, ছোট বড় সকলের জন্য নিজস্ব নকশার জামাকাপড়, দেশীয় তাঁতের শাড়ি, দেশি জামদানি, কাতান, নকশিকাঁথা শাড়ি, হাতে বানানো গয়না, রংতুলিতে আঁকা পোশাক, গৃহস্থালির সরঞ্জাম, চামড়াজাত পণ্য, ব্যাগ, জুতো, নির্ভরযোগ্য কসমেটিকস, খেলনা, পেইন্টিং এবং বিভিন্ন ধরনের সেবা মেলায় পেয়েছেন ক্রেতারা। এবারই প্রথম সুযোগ ছিল মেলায় কার্ডে মূল্য পরিশোধের।

আর্যর জন্য চিত্র প্রদর্শনী
মেলায় পুরো পরিবারের সকলের জন্য একই রকম পোশাকের আয়োজন করেছিল রেগা। রেগার কর্ণধার উর্মি খীসা জানান, মেলায় বেশ ভালো সাড়া পেয়েছেন।
গুটিপোকার আফসানা আক্তার জানান, হ্যান্ডপেইন্টের কাজ নিয়ে তিনি ছিলেন মেলায়। ছিল কিছু জুয়েলারি আইটেমও। লাল কাজলের সিরাজুম মুনিরা নিয়ে এসেছিলেন মধু, ঘি, পুডিং, কাবাব ও দুপুরের খাবারের আয়োজন। চাহিদা অনেক ভালো থাকায় প্রথমদিন হিমশিমই খেতে হয়েছিল তাকে।

রং ছড়িয়ে পর্দা নামলো রাঙতা মেলার
আকাশলীনা বুক স্টলের নজরুল ইসলাম জানান, মূলত বই পড়তে ভালো লাগা থেকেই এই স্টলের আয়োজন। এখানে সুপরিচিত লেখকদের কোনও বই নেই। কিন্তু অপরিচিত ভালো লেখকদের বই আছে। পাঠকের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতেই এই বুক স্টল।
বইয়ের জাহাজ স্টলে আয়োজন ছিল সব বিদেশী বইয়ের।

রং ছড়িয়ে পর্দা নামলো রাঙতা মেলার
এছাড়াও রাঙতা’য় ছিল শিশু আর্যর জন্য চিত্রপ্রদর্শনী। ২০১৫ সাথে মাত্র চার বছর বয়সে আর্যর মাথায় ধরা পড়ে ব্রেইন টিউমার। বর্তমানে সাত বছরের ছোট্ট আর্য ব্রেইন টিউমার আর ক্যানসারকে পরাজিত করে দেশে ফিরেছে। তবে তাকে পুরোপুরি সুস্থ হতে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। সেই পথ বেদনার এবং ব্যয়বহুল। আর্যর জন্য অর্থ সংগ্রহ করতে তার বাবা শিল্পী বিপ্লব ভট্টাচার্য’র আঁকা ছবির প্রদর্শনী ছিল রাঙতায়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ